ভালো মানুষকে নির্বাচিত না করলে চাঁদাবাজি, দখলবাজি ও দুর্নীতি দ্বিগুণ হবে: মঞ্জু

বাসস
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০৯:১৮ আপডেট: : ২৫ নভেম্বর ২০২৫, ১০:৪২
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু সোমবার এবি স্বেচ্ছাসেবক পার্টির ঢাকা মহানগর উত্তর শাখা আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য দেন। ছবি: সংগৃহীত

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : ভালো মানুষকে নির্বাচিত না করলে চাঁদাবাজি, দখলবাজি ও দুর্নীতি দ্বিগুণ হবে, আর এর দায় হবে সবার, বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

সোমবার এবি স্বেচ্ছাসেবক পার্টির ঢাকা মহানগর উত্তর শাখা আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেছেন।

সমাবেশে তিনি আরো বলেন, দুর্নীতিবাজ, সন্ত্রাসে জড়িত বা সংঘাতে লিপ্ত ব্যক্তিদের ভোট দিলে দেশের উন্নয়ন থমকে যাবে। তাই ভোট চাইতে আসা প্রার্থীদের কাছে ‘আগের আমলের হিসাব’ চাইতে হবে এবং উন্নয়ন, অধিকার ও জবাবদিহিতা নিয়ে তাদের অবস্থান জানতে হবে।

সমাবেশে দেশের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরে মঞ্জু বলেন, ‘বিশ্বের উন্নত দেশগুলো জ্ঞান-বিজ্ঞানে এগিয়ে যাচ্ছে, অথচ বাংলাদেশকে এখনো খাদ্য নিরাপত্তা, চিকিৎসা, শীতের প্রকোপে মৃত্যুর আশঙ্কা কিংবা ভূমিকম্পে নিরাপত্তার মতো মৌলিক বিষয় নিয়ে কথা বলতে হয়। নাগরিকদের মৌলিক অধিকার আদায়ের জন্য এখনো লড়াই করতে হয়, যা জাতি হিসেবে আমাদের জন্য দুর্ভাগ্য।’

রাষ্ট্রের দায়িত্ব শিক্ষা ও চিকিৎসার নিশ্চয়তা দেওয়া উল্লেখ করে তিনি বলেন, এবি পার্টি জবাবদিহিতার ভিত্তিতে আধুনিক কল্যাণ রাষ্ট্র গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে। অর্থনৈতিক সংকট দূর হলে অপরাধপ্রবণতা কমবে বলেও তিনি মত দেন।

সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, আগামীর বাংলাদেশে রাজনীতি হবে জবাবদিহিতা, নাগরিক অধিকার এবং কল্যাণ রাষ্ট্র নির্মাণের রাজনীতি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দলের ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন আহমেদ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান এবং এবি স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব তোফাজ্জল হোসাইন রমিজ।

এ ছাড়া এবি পার্টির সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, সহকারী দপ্তর সম্পাদক আব্দুল হালিম নান্নু, সহ-সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রব জামিল, এনামুল হক, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সামিউল ইসলাম সবুজ এবং এবি স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, যুগ্ম সদস্য সচিব মিজানুর রহমান মিঠু, আরিফুর রহমান মিজান, খন্দকার আবু তাহের, সহকারী সদস্য সচিব শহিদুল ইসলাম ও ডা. শাহ মাহমুদুর রহমান বারি রাকিবসহ অনেকে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে
ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়াচ্ছে মোগাদিসু: নতুন ভবন, নতুন আশার নগরী
গত বছর পশ্চিম তীরে গাড়ি হামলায় দায়ী ব্যক্তিকে হত্যা করার দাবি ইসরাইলের
রাজশাহীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার 
পাবনায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত
দামুড়হুদায় নিয়ন্ত্রণ হারিয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত 
মিয়ানমারের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে অস্থায়ী সুরক্ষা বাতিল করলেন ট্রাম্প
রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলে ইউক্রেনের ‘ব্যাপক' হামলায় আহত ৬ 
রাশিয়ায় ইউক্রেনের বিমান হামলায় নিহত ১, আহত ৩ 
ভালো মানুষকে নির্বাচিত না করলে চাঁদাবাজি, দখলবাজি ও দুর্নীতি দ্বিগুণ হবে: মঞ্জু
১০