ঢাবির বিকল্প আবাসন হিসেবে উত্তরা এলাকায় সম্ভাব্যতা যাচাই

বাসস
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১৫:৪০
ছবি : বাসস

ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৫ (বাসস): ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন আবাসিক হল নির্মাণ এবং হল সংস্কারের সময় শিক্ষার্থীদের জন্য বিকল্প আবাসন হিসেবে উত্তরা আবসিক এলাকা পরিদর্শন করেছে বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদল।

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিনিধিদল বিকল্প আবাসনের সম্ভাব্য সুযোগ-সুবিধা, নিরাপত্তা, যাতায়াত সুবিধা ও অবকাঠামোগত বিষয়সমূহ সরেজমিন পরিদর্শন করে সম্ভাব্য ব্যবহারযোগ্যতা মূল্যায়ন করেছে।

এতে আরও বলা হয়, শিক্ষার্থীদের নিরাপদ ও উপযোগী আবাসন নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। পরিদর্শনকৃত স্থাপনার সার্বিক মূল্যায়ন শেষে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ, অবসরপ্রাপ্ত সচিব (কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ) ড. খ ম কবিরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী কাজী মো. আক্রাম হোসেন, ভারপ্রাপ্ত এস্টেট ম্যানেজার ফাতেমা বিনতে মুস্তাফা, পরিবহন ম্যানেজার মো. কামরুল হাসান, ডাকসুর ভিপি সাদিক কায়েম, এজিএস মহিউদ্দিন খান এবং ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রোয়াইলবাড়ি দুর্গ পূর্ণাঙ্গ খননে উন্মোচিত হতে পারে বাংলার অজানা ইতিহাস 
ঢাবির বিকল্প আবাসন হিসেবে উত্তরা এলাকায় সম্ভাব্যতা যাচাই
কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে গভীর শোক ও উদ্বেগ প্রকাশ বিজিএমইএ’র
বাকৃবিতে মৎস্যবিজ্ঞান অনুষদের ১ম ইন্টার্নশিপের সমাপনী ও সনদ বিতরণ
বাজারে শীতের সবজির সরবরাহ বেড়েছে, তবে দামে নেই স্বস্তি
বরিশালে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও প্রদর্শনী 
এইচএসসি’র নির্বাচনী পরীক্ষার ফল ২৬ ফেব্রুয়ারির মধ্যে দিতে নির্দেশনা
রাবিতে ই-কার সার্ভিস চালু
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কড়াইল বস্তি পরিদর্শন করেছেন জামায়াত আমীর
রাজশাহী মহানগর পুলিশের নতুন কমিশনার জিললুর রহমান
১০