তফসিলকে স্বাগত জানিয়ে নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণ কমিটি গঠনের আহ্বান গণসংহতি আন্দোলনের

বাসস
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ২২:৫৫

ঢাকা, ১১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে সংগঠনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এ প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের প্রধান জাতীয় স্বার্থ বিচার, সংস্কার ও নির্বাচনের পথরেখা সফল করার ক্ষেত্রে আজকের তফসিল ঘোষণা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় সংসদ এবং সংবিধান সংস্কার পরিষদ উভয় কাঠামোই গঠিত হবে, যা গণতান্ত্রিক রূপান্তরের ধারাকে আরও এগিয়ে নেবে।

তারা বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা জাতীয় দায়িত্ব। এজন্য সরকার, নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলোর সমন্বিত প্রস্তুতি নেওয়া জরুরি।

বিবৃতিতে তারা আরও বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা আমাদের জাতীয় কর্তব্য। তাই এই নির্বাচনকে সফলভাবে সম্পন্ন করার জন্য সরকার, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোকে যথাযথ সমন্বয়ের মাধ্যমে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো অভিযোগ নিষ্পত্তির জন্য সকল অংশীদারকে নিয়ে নির্বাচনের পরিবেশ পর্যবেক্ষণ কমিটি গঠনের জন্য সরকারকে উদ্যোগী ভূমিকা নেওয়ার আহ্বান জানায় গণসংহতি আন্দোলন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংসদ নির্বাচনের একই দিনে পৃথক ব্যালটে গণভোট : ইসির প্রজ্ঞাপন
খালেদা জিয়ার সুস্থতায় দোয়া ও এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ 
স্থাপত্য মানুষের জীবন, আকাঙ্ক্ষা ও ভবিষ্যৎকে গড়ে তোলার সৃজনশীল কর্মযজ্ঞ : শিক্ষা উপদেষ্টা 
৩০০ আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে ইসির প্রজ্ঞাপন
পার্বত্য অঞ্চলের উন্নয়ন দেশের সামগ্রিক উন্নয়নের জন্য অপরিহার্য : পার্বত্য উপদেষ্টা
স্কুলে হিজাব নিষিদ্ধের অনুমোদন দিল অস্ট্রিয়া পার্লামেন্ট
নির্বাচন উপলক্ষে আনসার-ভিডিপির জেলা ও উপজেলা কর্মকর্তাদের ব্যাপক রদবদল
গত দেড় বছরে হিন্দু ধর্মাবলম্বী অনেকে সরকারি চাকরি পেয়েছেন : বাংলাফ্যাক্ট
গভীর নলকূপের গর্ত থেকে অচেতন অবস্থায় উদ্ধার সাজিদকে হাসপাতালে মৃত ঘোষণা
নির্বাচনের তফসিল ঘোষণার দিনাজপুরে পর উৎসবমুখর পরিবেশ
১০