তফসিলকে স্বাগত জানিয়েছে ইসলামী আন্দোলন

বাসস
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ২২:৫৮

ঢাকা, ১১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে প্রাথমিকভাবে স্বাগত জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির যুগ্মমহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বুধবার সন্ধ্যায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এক ভিডিও বার্তায় এ অবস্থান জানান। 

তিনি বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের যে তফসিল ঘোষণা করা হয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ সেটিকে প্রাথমিকভাবে স্বাগত জানায়। নির্বাচন কমিশন একটি সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন জাতিকে উপহার দেবে বলেও আশা করেন তিনি। 

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব  আরও জানান, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের যে চ্যালেঞ্জ কমিশন নিয়েছে, তা সফলভাবে বাস্তবায়িত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। তবে দলীয় পর্যায়ে ও জোটের ভেতরে আলোচনা করে বিস্তারিত প্রতিক্রিয়া পরে জানানো হবে বলে তনিি জানান। 

তিনি আরও বলেন,আন্দোলনরত আটটি দলের পিআর পদ্ধতিতে নির্বাচন এবং জাতীয় ভোটের আগে গণভোট আয়োজনের দাবি উপেক্ষিত হওয়ার পরেও জাতির বৃহত্তর স্বার্থে আমরা তফসিলকে স্বাগত জানাচ্ছি। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের চ্যালেঞ্জে তারা সফল হোক, আমরা এ প্রত্যাশা করি। প্রয়োজনে আমরা সহায়তাও করবো, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, মাঠ প্রশাসন এখন নির্বাচন কমিশনের অধীন উল্লেখ করে তিনি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার ওপর জোর দেন। কোন দলকে সুবিধা দেওয়ার সুযোগ নেই এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংসদ নির্বাচনের একই দিনে পৃথক ব্যালটে গণভোট : ইসির প্রজ্ঞাপন
খালেদা জিয়ার সুস্থতায় দোয়া ও এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ 
স্থাপত্য মানুষের জীবন, আকাঙ্ক্ষা ও ভবিষ্যৎকে গড়ে তোলার সৃজনশীল কর্মযজ্ঞ : শিক্ষা উপদেষ্টা 
৩০০ আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে ইসির প্রজ্ঞাপন
পার্বত্য অঞ্চলের উন্নয়ন দেশের সামগ্রিক উন্নয়নের জন্য অপরিহার্য : পার্বত্য উপদেষ্টা
স্কুলে হিজাব নিষিদ্ধের অনুমোদন দিল অস্ট্রিয়া পার্লামেন্ট
নির্বাচন উপলক্ষে আনসার-ভিডিপির জেলা ও উপজেলা কর্মকর্তাদের ব্যাপক রদবদল
গত দেড় বছরে হিন্দু ধর্মাবলম্বী অনেকে সরকারি চাকরি পেয়েছেন : বাংলাফ্যাক্ট
গভীর নলকূপের গর্ত থেকে অচেতন অবস্থায় উদ্ধার সাজিদকে হাসপাতালে মৃত ঘোষণা
নির্বাচনের তফসিল ঘোষণার দিনাজপুরে পর উৎসবমুখর পরিবেশ
১০