
ঢাকা, ১১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে প্রাথমিকভাবে স্বাগত জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির যুগ্মমহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বুধবার সন্ধ্যায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এক ভিডিও বার্তায় এ অবস্থান জানান।
তিনি বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের যে তফসিল ঘোষণা করা হয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ সেটিকে প্রাথমিকভাবে স্বাগত জানায়। নির্বাচন কমিশন একটি সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন জাতিকে উপহার দেবে বলেও আশা করেন তিনি।
ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব আরও জানান, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের যে চ্যালেঞ্জ কমিশন নিয়েছে, তা সফলভাবে বাস্তবায়িত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। তবে দলীয় পর্যায়ে ও জোটের ভেতরে আলোচনা করে বিস্তারিত প্রতিক্রিয়া পরে জানানো হবে বলে তনিি জানান।
তিনি আরও বলেন,আন্দোলনরত আটটি দলের পিআর পদ্ধতিতে নির্বাচন এবং জাতীয় ভোটের আগে গণভোট আয়োজনের দাবি উপেক্ষিত হওয়ার পরেও জাতির বৃহত্তর স্বার্থে আমরা তফসিলকে স্বাগত জানাচ্ছি। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের চ্যালেঞ্জে তারা সফল হোক, আমরা এ প্রত্যাশা করি। প্রয়োজনে আমরা সহায়তাও করবো, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, মাঠ প্রশাসন এখন নির্বাচন কমিশনের অধীন উল্লেখ করে তিনি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার ওপর জোর দেন। কোন দলকে সুবিধা দেওয়ার সুযোগ নেই এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।