বাসস
  ০৫ আগস্ট ২০২৩, ১৫:৫৯

হৃদয়ের ব্যাটিং ঝড়ে হারের স্বাদ সাকিবের

কলম্বো, ৫ আগস্ট, ২০২৩ (বাসস) : লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) তাওহিদ হৃদয়ের জাফনা কিংসের কাছে হেরেছে  সাকিব আল হাসানের গল টাইটান্স। গতরাতে টুর্নামেন্টের সপ্তম ম্যাচে জাফনা ৮ উইকেটে হারিয়েছে গলকে। ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে ২ উইকেট নেন সাকিব। ২৩ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলেন হৃদয়। সাকিবের বলে ১টি ছক্কা ও দু’টি চার মারেন হৃদয়।  
পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে গল টাইটান্স। প্রথমে ব্যাট করার সুযোগটা কাজে লাগাতে পারেনি গল। ২৮ রানের উদ্বোধনী জুটির পর ব্যাটারদের ব্যর্থতায় ৮৯ রানে ষষ্ঠ উইকেট হারায় গল। জাফনার  বোলিং দৃঢ়তায় ২০ ওভারে ৯ উইকেটে ১১৭ রানের বেশি করতে পারেনি গল। 
দলীয় ৭৫ রানে পঞ্চম ব্যাটার হিসেবে আউট হবার আগে চার-ছক্কা ছাড়াই ৯ বলে ৬ রান করেন পাঁচ নম্বরে নামা সাকিব। গল-এর পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন অধিনায়ক দাসুন শানাকা। জাফনার বাঁ-হাতি স্পিনার দুনিথ ওয়েলালাগে ১০ রানে ৪ উইকেট নেন। 
১১৮ রানের সহজ টাগের্েেট খেলতে নামে  জাফনা।  বল হাতে ইনিংসের তৃতীয় ও নিজের প্রথম ওভারের চতুর্থ বলে জাফনার ওপেনার চারিথ আসালঙ্কাকে ৫ রানে লেগ বিফোর আউট করেন সাকিব। এরপর ক্রিজে আসেন হৃদয়। সাকিবের বিপক্ষে মুখোমুখি হওয়া প্রথম বল থেকেই  আক্রমাত্মক ক্রিকেট খেলতে  চেস্টা করেন হৃদয়। 
ইনিংসের পঞ্চম ওভারে দ্বিতীয়বারের মত আক্রমনে আসেন সাকিব। ওভারের প্রথম বলেই ছক্কা মারেন আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ। চতুর্থ বলে দ্বিতীয়বারের মত সাকিবকে খেলার সুযোগ পান হৃদয়। উইকেট ছেড়ে খেলে লং-অন দিয়ে ছক্কা মারেন হৃদয়। পরের ডেলিভারিতে ব্যাক ফুটে দিয়ে জায়গা করে কাট শটে চারসহ ওভারে ১৭ রান পায় জাফনা। 
নবম ওভারে দক্ষিণ আফ্রিকার স্পিনার তাবরাইজ শামসিকে ছক্কা মারেন হৃদয়। দশম ওভারে তৃতীয় ওভার করতে আসেন সাকিব। স্ট্রাইকে ছিলেন হৃদয়। প্রথম দুই বলে রান পাননি তিনি। ওভারের তৃতীয় বলে ইনসাইড এডজে বাউন্ডারি পান হৃদয়। 
এরপর ৩৭ বলে হাফ-সেঞ্চুরি করে সাকিবের চতুর্থ ওভারের দ্বিতীয় বলে বোল্ড হন গুরবাজ। ৩টি চার ও ৫টি ছক্কায় ৩৯ বলে ৫৪ রান করেন গুরবাজ। দলীয় ১০০ রানে গুরবাজ ফেরার পর দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারকে নিয়ে জাফনার জয় নিশ্চিত করেন হৃদয়। 
স্পিনার আকিলা ধনাঞ্জয়ার করা ১৩তম ওভারের তৃতীয় ও চতুর্থ বলে দু’টি ছক্কা মেরে জাফনাকে জয়ের বন্দরে পৌঁছে দেন হৃদয়। ২টি চার ও ৪টি ছক্কায় ২৩ বলে ৪৪ রানে অপরাজিতথাকেন তিনি। ৭ রানে অপরাজিত থাকেন মিলার। ম্যাচ সেরা হন ওয়েলালাগে।