বাসস
  ০৬ আগস্ট ২০২৩, ১৯:২৭

পুনর্বাসন প্রক্রিয়া আলোচনার জন্য মিরপুরে তামিম

ঢাকা, ৬ আগস্ট ২০২৩ (বাসস) : অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর পর আজ প্রথমবারের মতো মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এলেন  তামিম ইকবাল।
পুনরায় ক্রিকেটে ফিরতে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছেন পিঠের ইনজুরিতে ভুগতে থাকা তামিম।
১১ আগস্ট পর্যন্ত দুই সপ্তাহের বিশ্রামে থাকবেন তামিম । এরপর পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন তিনি।
পিঠের ইনজুরি থেকে সুস্থ হতে  ইনজেকশন নেয়া তামিম ইতোমধ্যেই আসন্ন এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন নাম প্রত্যাহার করে নিয়েছেন। তবে ওয়ানডে বিশ^কাপের আগে নিউজিল্যান্ডের  বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বদ্ধপরিকর তামিম।
অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেও বিশ্বকাপ খেলার আশা এখনও ছাড়েননি তামিম।
জুলাইয়ের প্রথম সপ্তাহে, আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের হারের পর হঠাৎ করেই ক্রিকেট থেকে অবসর নেন তামিম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আলোচনার পর ২৮ ঘণ্টার ব্যবধানে অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসেন তামিম।
মানসিক ও শারীরিকভাবে চাঙ্গা থাকতে তামিমকে ক্রিকেট থেকে ছয় সপ্তাহের ছুটি দেন প্রধানমন্ত্রী।
এরপর পরিবারের সাথে সময় কাটানো এবং গত বছরের ডিসেম্বর থেকে হওয়া পিঠের ব্যাথা থেকে সুস্থ হতে ইংল্যান্ডে চিকিৎসকদের পরামর্শ নেন তামিম।