বাসস
  ০৭ আগস্ট ২০২৩, ১৮:৩৮

অনুমতি পেয়েছে পাকিস্তান ক্রিকেট দল

করাচি, ৭ আগস্ট ২০২৩ (বাসস) : অবশেষে সকল অনিশ্চিয়তার অবসান ঘটেছে। আগামী অক্টোবরে ভারতের মাটিতে শুরু হতে যাওয়া ওয়ানডে বিশ^কাপ খেলতে যাওয়ার অনুমতি পেয়েছে  পাকিস্তান ক্রিকেট দল। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে এ কথা  জানানো হয়েছে।
বিবৃতিতে  বলা হয়েছে, ‘পাকিস্তান সবসময়ই খেলাধুলার সাথে রাজনীতিকে না জড়ানোর নীতিতে  বিশ^াসী।  এজন্যই আসন্ন আইসিসি ক্রিকেট বিশ্বকাপ-২০২৩এ অংশগ্রহণের জন্য দেশের ক্রিকেট দলকে ভারতে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। দুই দেশের রাজনৈতিক সর্ম্পকের প্রভাব ক্রীড়াঙ্গনে পড়া উচিত নয় বলেই  পাকিস্তান দৃঢ়ভাবে  বিশ^াস করে।’
বিশ^কাপ খেলতে পাকিস্তান দলকে অনুমতি দিলেও, এশিয়া কাপ খেলতে যে ভারতীয় দল পাকিস্তানে যেতে রাজি হয়নি সেটিও স্মরণ  করিয়ে দেয় পাকিস্তান  পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলছে, ‘পাকিস্তানের এমন সিদ্ধান্তেÍ গঠনমূলক এবং দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে। তবে ভারতের মনোভাব ঠিক তার  বিপরীত। এশিয়া কাপের জন্য ক্রিকেট দলকে পাকিস্তানে পাঠাতে অস্বীকার করেছিলো ভারত।’
ভারতে দল পাঠাতে রাজি হলেও সেখানকার নিরাপত্তা নিয়ে চিন্তিত পাকিস্তান সরকার। নিরাপত্তা শঙ্কার কথা ইতোমধ্যে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
নিরাপত্তার বিষয়ে তারা বলেছে, ‘ক্রিকেট দলের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগে রয়েছে পাকিস্তান। আমরা ইতোমধ্যে এ বিষয়ে আইসিসি এবং ভারত কর্তৃপক্ষকে জানিয়েছি। আমরা ভারত সফরকালে পাকিস্তান দলের úূর্ণ নিরাপত্তা প্রত্যাশা করছি।’
এক প্রতিবেদনে ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, নিরাপত্তা বিষয়ে নিশ্চিত হতে আইসিসির সাথে আলোচনা করবে পিসিবি।
৫ অক্টোবর আহমেদাবাদে বিশ^ চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও রানার্স-আপ নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে বিশ^কাপ। কবে থেকে বিশ^কাপের টিকিট বিক্রি শুরু হবে তা এখনও ঘোষনা করেনি আইসিসি ও বিসিসিআই। ১৯ নভেম্বর আহমেদাবাদে ফাইনাল দিয়ে শেষ হবে বিশ^কাপ।