শিরোনাম
ঢাকা, ১ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : ডান-হাতি পেসার ব্রাইডন কার্সের দুর্দান্ত বোলিং নৈপুন্যে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু করলো সফরকারী ইংল্যান্ড।
সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিন আজ ইংল্যান্ড ৮ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ডকে। প্রথম ইনিংসে ৪ ও দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নেন কার্স। ১০৬ রানে ১০ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন তিনি। তিন ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এই প্রথম ম্যাচে ১০ বা বেশি উইকেট নিলেন কার্স। ২০০৮ সালের পর দেশের বাইরে ইংল্যান্ডের কোন পেসার টেস্টে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়লো। সর্বশেষ হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৩৯ রানে ১০ উইকেট নিয়েছিলেন বাঁ-হাতি পেসার রায়ান সাইডবটম।
ক্রাইস্টচার্চে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিলো ইংল্যান্ড। প্রথম ইনিংসে ১৫১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে দিন শেষে ১৫৫ রান তুলতেই ৬ উইকেট হারিয়েছিলো নিউজিল্যান্ড। ৪ উইকেট হাতে নিয়ে মাত্র ৪ রানে এগিয়ে ছিলো কিউইরা।
ড্যারিল মিচেলের হাফ-সেঞ্চুরিতে চতুর্থ দিন বাকী ৪ উইকেটে ৯৯ রান যোগ করে ২৫৪ রানে অলআউট হয় কিউইরা। এতে ইংল্যান্ডকে ১০৪ রানের টার্গেট দেয় নিউজিল্যান্ড।
৩১ রান নিয়ে দিন শুরু করে টেস্টে ১৩তম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন মিচেল। শেষ ব্যাটার হিসেবে আউট হবার আগে ১২টি চার ও ১টি ছক্কায় ১৬৭ বলে ৮৪ রান করেন মিচেল।
এছাড়া লোয়ার-অর্ডারে ন্যাথান স্মিথ ২১ ও টিম সাউদি ১২ রান করেন।
কার্স ৬টি, ক্রিস ওকস ৩টি ও গাস অ্যাটকিনসন ১টি উইকেট নেন।
১০৪ রানের টার্গেটে খেলতে নেমে দ্বিতীয় ওভারে ১ রানে জ্যাক ক্রলিকে হারায় ইংল্যান্ড। দ্বিতীয় উইকেটে ৩৩ বলে ৫৪ রানের ঝড়ো জুটিতে ইংল্যান্ডকে জয়ের পথে রাখেন আরেক ওপেনার বেন ডাকেট ও জ্যাকব বেথেল। ডাকেট ১৮ বলে ২৭ রানে বিদায় নিলেও, জো রুটকে নিয়ে তৃতীয় উইকেটে ৩৪ বলে অবিচ্ছিন্ন ৪৯ রান যোগ করেন ১২.৪ ওভারেই ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন বেথেল। ১শর বেশি রান তাড়া করতে নেমে দ্রুত টার্গেট স্পর্শ করা ও সেরা রান রেটের রেকর্ড গড়েছে ইংল্যান্ড।
অভিষেক টেস্ট খেলতে নামা বেথেল ৮টি চার ও ১টি ছক্কায় ৩৭ বলে ৫০ রানে অপরাজিত থাকেন। ৩টি চার ও ১টি ছক্কায় ১৫ বলে অনবদ্য ২৩ রান করেন রুট। এই ইনিংস খেলার পথে ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙেছেন রুট। টেস্টের চতুর্থ ইনিংসে ৭৪ ম্যাচে টেন্ডুলকারের ১৬২৫ রানকে টপকে গেছেন তিনি। ৫৬ টেস্টে রুটের রান এখন ১৬৩০।
এই হারের পর টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে ১২ ম্যাচে ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে আছে নিউজিল্যান্ড। ফাইনালের খেলার দৌড়ে এখনও টিকে আছে তারা। ২০ ম্যাচে ৪৩.৭৫ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে আছে ইংল্যান্ড।
আগামী ৬ ডিসেম্বর ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।