চ্যাপেল যুগের মতো বিধ্বস্ত ভারতের ড্রেসিংরুম : হরভজন

বাসস
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১৫:০৬
ভারতের সাবেক স্পিনার হরভজন সিং : ছবি সংগৃহীত

ঢাকা, ১৮ জানুয়ারি ২০২৫ (বাসস) : সম্প্রতি অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ হেরেছে ভারতীয় ক্রিকেট দল। দশ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের সিরিজ হারে ক্ষুব্ধ দেশটির সাবেক ক্রিকেটাররা। 

একেকজন একেক ধরণের মত দিচ্ছেন। এরমধ্যে ভারতের সাবেক স্পিনার হরভজন সিং জানান, ২০০৫-২০০৭ সালের মত বিধ্বস্ত এখন ভারতের ড্রেসিংরুম। ঐ সময় ভারতের কোচ ছিলেন অস্ট্রেলিয়ার গ্রেগ চ্যাপেল।

২০১৪ সালে সর্বশেষ অস্ট্রেলিয়ার কাছে টেস্ট সিরিজ হেরেছিলো ভারত। এ মাসে শেষ হওয়া অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজ ৩-১ ব্যবধানে হেরেছে টিম ইন্ডিয়া। প্রথম টেস্টে জয় পেলেও শেষ তিন টেস্টে ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হারে ভারত। 

অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হারের পর রোহিত-কোহলিদের নিয়ে সমালোচনা সর্বত্র। দলের সিনিয়রদের পারফরমেন্স ও কোচ গৌতম গম্ভীরের দিকে আঙুল তুলেছেন ক্রিকেট বিশেষজ্ঞ ও সাবেক খেলোয়াড়রা। তবে ভারতের ড্রেসিংরুমে বিশৃঙ্খলা নিয়ে অভিযোগ তুলেছেন হরভজন সিং। 

হরভজনের মতে, চ্যাপেল যখন ভারতের কোচ ছিলেন তখন যেমন করুণ অবস্থা ছিলো দলের ঠিক তেমন অবস্থাই এখন ভারতের। চ্যাপেল যুগের মতোই বিধ্বস্ত ভারতের ড্রেসিংরুম।

নিজের ইউটিউব চ্যানেলে হরভজন বলেন, ‘সমস্যাগুলো নিজেদের সমাধান করতে হবে। কেন এত নাটক হচ্ছে। 
প্রতিটি ঘরেই কিছু ঝামেলা হয়ে থাকে কিন্তু সেসব বাইরে আসা উচিত নয়। গত ছয় থেকে আট মাসে আমরা অনেক কিছু শুনেছি।’

২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত ভারতের কোচ ছিলেন চ্যাপেল। তার সময় ভারতের ড্রেসিংরুমের পরিবেশের অবনতির কারণে দলের পারফরমেন্সে প্রভাব পড়েছিলো। সবচেয়ে হতাশাজনক ছিলো ২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ভারতের বিদায়।

এবারের ভারতের ড্রেসিংরুমেও একই চিত্র দেখা যাচ্ছে বলে মনে করেন হরভজন। তিনি বলেন, ‘গৌতম গম্ভীর নতুন। খেলোয়াড়দের বুঝে উঠতে হবে তাকে। খেলোয়াড়দেরও তাকে বুঝতে হবে। রসায়ন ছাড়া কোন কিছুই হবে না। এটা আমি আগেও দেখেছি। ২০০৬ থেকে ২০০৮, চ্যাপেলের আমলে দেখেছি পুরো ড্রেসিংরুম ভেঙে পড়েছিলো। কারণ একে অন্যের উপর দায় দেওয়ার খেলায় মেতেছিলো খেলোয়াড়রা।’ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০