তিন ভেন্যুতে হবে এনসিএল টি-টোয়েন্টি

বাসস
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ২০:০৬

ঢাকা, ২৭ জুলাই, ২০২৫ (বাসস) : আসন্ন এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের জন্য তিনটি ভেন্যু নির্বাচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত মৌসুমে এই টুর্নামেন্ট বেশ সুনাম কুড়িয়েছে।

গত বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগে স্থানীয় খেলোয়াড়দের দক্ষতা বাড়ানোর জন্য সিলেটের একটি ভেন্যুতে এই টুর্নামেন্ট আয়োজন করেছিল বিসিবি।

এই টুর্নামেন্ট দিয়ে স্থানীয় খেলোয়াড়দের ভালোভাবে গড়ে তুলতে এবার ভেন্যু বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বিসিবির চিফ প্রোগ্রাম কো-অর্ডিনেটর মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘গত বছর তাড়াহুড়া করে টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল। টুর্নামেন্টের দ্বিতীয় আসর আয়োজনের জন্য আমরা এবার  তিনটি ভেন্যু বেছে নিয়েছি। টুর্নামেন্ট কমিটি ইতোমধ্যেই গ্রাউন্ড কমিটিকে এই তিনটি ভেন্যু প্রস্তত করতে বলেছে।’

টুর্নামেন্টের সূচি এখনও প্রকাশ করা হয়নি। তবে ১৫ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত টুর্নামেন্টটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা বেশি।

নান্নু বলেন, ‘আমার জানা মতে, এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে।’

আগের বছরের মতো এবারও মোট আটটি দল, সাতটি বিভাগীয় শহর এবং ঢাকা মেট্রো এই টুর্নামেন্টে অংশ নেবে। এটি আনুষ্ঠানিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট হিসেবেও স্বীকৃতি পেয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিলেটে নতুন করে চারজনের শরীরে ডেঙ্গু শনাক্ত
তরুণদের নেতৃত্বেই গঠিত হবে আগামীর বৈষম্যহীন বাংলাদেশ : খুবি উপাচার্য
পুলিশের ঊর্ধ্বতন ১৮ কর্মকর্তাকে বদলি
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়ায় বিদেশি মেডিকেল টিমগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
শেখ হাসিনা শেরপুরের উন্নয়নে কোনো কাজই করেনি : নাহিদ ইসলাম
এনটিআরসিএর নতুন চেয়ারম্যান আমিনুল ইসলাম
স্বাধীন পুলিশ কমিশন গঠনসহ ১২টি বিষয়ে ঐকমত্য: অধ্যাপক আলী রীয়াজ
যেকোনো সিরিজ জয় খেলোয়াড়দের পরবর্তী সিরিজে ভালো খেলতে উৎসাহিত করে : মিনহাজুল
গাজায় ত্রাণের রুট খুলে দেওয়ার পর জাতিসংঘের আর ‘অজুহাতের সুযোগ নেই’: নেতানিয়াহু
১০