ঢাকা, ২৭ জুলাই, ২০২৫ (বাসস) : জুলাই পূনর্জাগরণ ও জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে রাঙ্গামাটিতে আজ বৃক্ষরোপণ কর্মসূচি এবং রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ে জুলাই পূনর্জাগরণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে সকাল ১১টায় রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও পূনর্জাগরণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।
এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, জেলা পরিষদের সদস্য বরুন বিকাশ দেওয়ান, নাউপ্রু মেরী, রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনতোষ মল্লিকসহ বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণের পরে স্কুল মাঠে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলায় স্কুলের বালক ও বালিকার ৪টি দল অংশগ্রহণ করে।