সিলেট, ২৭ জুলাই, ২০২৫ (বাসস): সিলেট বিভাগে নতুন করে আরও চারজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এই নিয়ে বিভাগে গত সাত মাসে ৬১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সাতজন হাসপাতালে চিকিৎসাধীন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় প্রেরিত দৈনিক ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, গত চব্বিশ ঘণ্টায় চার জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে দুই জন সিলেট জেলার এবং দুই জন হবিগঞ্জ জেলার।
বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে দুই জন, জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল হাসপাতালে একজন, নগরের ওয়েসিস হাসপাতালে দুই জন এবং হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই জন চিকিৎসাধীন রয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত বিভাগে মোট আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় ১৯ জন, সুনামগঞ্জে ৩ জন, মৌলভীবাজার জেলায় ১৫ জন এবং সবচেয়ে বেশি হবিগঞ্জে ২৪ জন। এর মধ্যে কেবল জুলাই মাসে ২৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তবে ডেঙ্গুতে কেউ মারা যায়নি।