চিকিৎসকের অনুপস্থিতি ও রোগী মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন

বাসস
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ২৩:০০

ঢাকা, ২৭ জুলাই, ২০২৫ (বাসস) : গত ২৬ জুলাই  তারিখে ‘দ্য ডেইলি ক্যাম্পাস’  পত্রিকায় প্রকাশিত ‘৫০০ টাকা ভাড়ায় ডিএমএফ, চিকিৎসক শ্বশুর বাড়িতে, জরুরি বিভাগেই রোগীর মৃত্যু’ শীর্ষক প্রতিবেদনের প্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তর গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, কুড়িগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. কালিপদ সরকার তার দায়িত্বকালীন সময়ে কর্মস্থলে উপস্থিত না থেকে শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। তার অনুপস্থিতিতে একজন ডিএমএফ জরুরি বিভাগে দায়িত্ব পালন করছিলেন এবং সেই সময়েই এক রোগীর মৃত্যু ঘটে।

ঘটনাটির গুরুত্ব বিবেচনায় বিষয়টি তদন্ত করে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের জন্য রংপুর বিঅগীয় পরিচালককে (স্বাস্থ্য)  সভাপতি করে তিন সদস্যের তদন্ত কমিটি-গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। কমিটির অন্য সদস্যরা হলেন লালমনিরহাটের সিভিল সার্জন এবং রংপুরের ডেপুটি সিভিল সার্জন।

উক্ত তদন্ত কমিটিকে আগামী ৩ (তিন) কর্মদিবসের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া প্রাথমিক তদন্তে দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় ডা. কালিপদ সরকারকে কুড়িগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সন্ত্রাস ও অপরাধ দমনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান লালমনিরহাট পুলিশ সুপারের
সাম্প্রতিক দুর্ঘটনায় বিমান বাহিনী কর্তৃক পরিচালিত কার্যক্রম
গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় নতুন বন্দোবস্ত প্রয়োজন: জোনায়েদ সাকি
চিকিৎসকের অনুপস্থিতি ও রোগী মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
সিলেটে নতুন করে চারজনের শরীরে ডেঙ্গু শনাক্ত
তরুণদের নেতৃত্বেই গঠিত হবে আগামীর বৈষম্যহীন বাংলাদেশ : খুবি উপাচার্য
পুলিশের ঊর্ধ্বতন ১৮ কর্মকর্তাকে বদলি
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়ায় বিদেশি মেডিকেল টিমগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
শেখ হাসিনা শেরপুরের উন্নয়নে কোনো কাজই করেনি : নাহিদ ইসলাম
১০