নিয়োগ দুর্নীতির অভিযোগে খুকৃবি উপাচার্যসহ ১৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা

বাসস
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ২০:৪১

ঢাকা, ২৭ জুলাই, ২০২৫ (বাসস): খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) জালিয়াতি ও দুর্নীতির মাধ্যমে নিয়োগের অভিযোগে সাবেক উপাচার্য ড. মো. শহীদুর রহমান খানসহ ১৭ জনের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ দুদকের উপ-পরিচালক সুমিত্রা সেন ঢাকার প্রধান কার্যালয়ের অনুমোদনক্রমে খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে এজাহারটি দাখিল করেন। দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম মামলার তথ্যটি নিশ্চিত করেছেন।

এতে বলা হয়, সাবেক ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শহীদুর রহমান খান এবং সাবেক রেজিস্ট্রার খন্দকার মাজহারুল আনোয়ার পরস্পর যোগসাজশে এবং ক্ষমতার অপব্যবহার করে নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত উপেক্ষা করে ভুল, ত্রুটিপূর্ণ এবং অযোগ্য প্রার্থীদের আবেদন গ্রহণ করেন। পরবর্তীতে লিখিত পরীক্ষায় অকৃতকার্য প্রার্থীদের জালিয়াতির মাধ্যমে পাস করিয়ে, যোগ্যদের বাদ দিয়ে ১৫ জনকে নিয়োগ প্রদান করেন।

অভিযোগ অনুযায়ী, এই নিয়োগ প্রক্রিয়ায় নিয়োগপ্রাপ্তরা এমসিকিউ পরীক্ষায় একাধিক অপশনে দাগ দিয়েও উত্তীর্ণ বলে বিবেচিত হন, যা নিয়োগ পরীক্ষার নিয়মের পরিপন্থি। এভাবে ০৩ নম্বর থেকে ১৭ নম্বর পর্যন্ত আসামিরা অবৈধভাবে নিয়োগ পান।

দুদকের অনুসন্ধানে উঠে আসে, এজাহারভুক্ত আসামিরা পরস্পরের যোগসাজশে জাল-জালিয়াতি, প্রতারণা এবং দুর্নীতির মাধ্যমে সরকারি পদে নিয়োগ লাভ করেন। এতে দণ্ডবিধি ৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ সংঘটিত হয়েছে। ঘটনাটি ২১ জুলাই ২০১৯ থেকে ৩১ জুলাই ২০২২ সাল পর্যন্ত সময়কালে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে সংঘটিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীর কালশীতে আগুন
জাতীয় সংসদ নির্বাচনে ৩১ দফা বাস্তবায়নে মোংলায় বিএনপির সমাবেশ
তারেক রহমান শিগগিরই দেশে ফিরে বিএনপির নেতৃত্ব দেবেন : ড. এনামুল হক চৌধুরী
৮ম ড্যাফোডিল ক্যাপ্টেন’স কাপ গলফ্ টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত
রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ২৭ জন গ্রেফতার
রাঙ্গুনিয়ায় একই পুুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু
ঐতিহ্য ও পর্যটনের এক অনন্য মেলবন্ধন প্যাডেল স্টিমার ‘পি এস মাহসুদ’: নৌপরিবহন উপদেষ্টা
শান্তি ও সহযোগিতার বিশ্ব গড়তে জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে : অধ্যাপক ইউনূস
মিথ্যা আশ্বাস দিয়ে ভোট চাওয়ার রাজনীতি বিএনপি করে না : মির্জা আব্বাস
লিবিয়ায় অভিবাসীরা নির্যাতন ও অপহরণের শিকার হচ্ছেন : আইওএম প্রধান
১০