নিয়োগ দুর্নীতির অভিযোগে খুকৃবি উপাচার্যসহ ১৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা

বাসস
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ২০:৪১

ঢাকা, ২৭ জুলাই, ২০২৫ (বাসস): খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) জালিয়াতি ও দুর্নীতির মাধ্যমে নিয়োগের অভিযোগে সাবেক উপাচার্য ড. মো. শহীদুর রহমান খানসহ ১৭ জনের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ দুদকের উপ-পরিচালক সুমিত্রা সেন ঢাকার প্রধান কার্যালয়ের অনুমোদনক্রমে খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে এজাহারটি দাখিল করেন। দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম মামলার তথ্যটি নিশ্চিত করেছেন।

এতে বলা হয়, সাবেক ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শহীদুর রহমান খান এবং সাবেক রেজিস্ট্রার খন্দকার মাজহারুল আনোয়ার পরস্পর যোগসাজশে এবং ক্ষমতার অপব্যবহার করে নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত উপেক্ষা করে ভুল, ত্রুটিপূর্ণ এবং অযোগ্য প্রার্থীদের আবেদন গ্রহণ করেন। পরবর্তীতে লিখিত পরীক্ষায় অকৃতকার্য প্রার্থীদের জালিয়াতির মাধ্যমে পাস করিয়ে, যোগ্যদের বাদ দিয়ে ১৫ জনকে নিয়োগ প্রদান করেন।

অভিযোগ অনুযায়ী, এই নিয়োগ প্রক্রিয়ায় নিয়োগপ্রাপ্তরা এমসিকিউ পরীক্ষায় একাধিক অপশনে দাগ দিয়েও উত্তীর্ণ বলে বিবেচিত হন, যা নিয়োগ পরীক্ষার নিয়মের পরিপন্থি। এভাবে ০৩ নম্বর থেকে ১৭ নম্বর পর্যন্ত আসামিরা অবৈধভাবে নিয়োগ পান।

দুদকের অনুসন্ধানে উঠে আসে, এজাহারভুক্ত আসামিরা পরস্পরের যোগসাজশে জাল-জালিয়াতি, প্রতারণা এবং দুর্নীতির মাধ্যমে সরকারি পদে নিয়োগ লাভ করেন। এতে দণ্ডবিধি ৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ সংঘটিত হয়েছে। ঘটনাটি ২১ জুলাই ২০১৯ থেকে ৩১ জুলাই ২০২২ সাল পর্যন্ত সময়কালে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে সংঘটিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সবচেয়ে বেশী ম্যাচ খেলা শিল্টনের রেকর্ড স্পর্শ করলেন ব্রাজিলিয়ান গোলরক্ষক ফ্যাবিও
৮০ কোটি টাকা আত্মসাৎ, এস আলমসহ ২০ জনের বিরুদ্ধে দুদকের মামলা
বার্সেলোনার সাথে পাঁচ বছরের জন্য চুক্তি নবায়ন করলেন কুন্ডে
সাক্ষীর জবানবন্দি : আমি আইসিইউতে ঢুকে রোগীদের মুখ দেখে ছেলেকে খুঁজেছি
এক বছরে বিচারবিভাগে অনেক অর্জন হয়েছে : প্রধান বিচারপতি 
চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু 
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরিয়ান সাংস্কৃতিক দিবস উদযাপিত
রাশিয়ার সঙ্গে ‘বড় অগ্রগতি’ অর্জনের কথা জানালেন ট্রাম্প
চীনের উত্তরাঞ্চলে আকস্মিক বন্যায় ৯ জনের প্রাণহানি, নিখোঁজ ৩
মহাখালী পেট্রোল পাম্পে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
১০