সবচেয়ে বেশী ম্যাচ খেলা শিল্টনের রেকর্ড স্পর্শ করলেন ব্রাজিলিয়ান গোলরক্ষক ফ্যাবিও

বাসস
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ২১:১১

ঢাকা, ১৭ আগস্ট, ২০২৫ (বাসস) : ইংল্যান্ড জাতীয় দলের সাবেক তারকা পিটার শিল্টনের সর্বকালের সর্বোচ্চ ১৩৯০টি প্রতিদ্বন্দ্বীতামূলক ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করেছেন ফ্লামিনেন্সের গোলরক্ষক ফ্যাবিও। ব্রাজিলিয়ান লিগ ম্যাচে খেলার মাধ্যমে এই রেকর্ড স্পর্শ করেন ফ্যাবিও। 

৪৪ বছর বয়সী ফ্লামিনেন্সের এই গোলরক্ষক যুক্তরাষ্ট্রে সদ্য সমাপ্ত ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছেন। গতকাল ব্রাজিলিয়ান সিরি-এ লিগে ফোর্তালেজার বিপক্ষে তার দল ফ্লামিনেন্স ২-১ গোলে জয়ী হয়। 

অনবদ্য এই রেকর্ড গড়ার পর ফ্যাবিও বলেছেন, ‘আমার জীবনের সাথে যারা জড়িয়ে আছেন, আমার বাবা-মা, বোন, বন্ধু, স্ত্রী সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমি সবসময়ই একজন ভাল মানুষ হতে চেয়েছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার সতীর্থদের সহযোগিতা করতে চাই। আমি সকলের কাছে কৃতজ্ঞ। তবে সৃষ্টিকর্তা ছাড়া কোন কিছুই সম্ভব ছিলনা।’

মঙ্গলবার কোপা সুডামেরিকানার শেষ ১৬’র দ্বিতীয় লেগের ম্যাচে কলম্বিয়ার দল আমেরিকা ডি কালির বিপক্ষে খেলতে নামলে পেশাদার ক্যারিয়ারে নতুন মাইফলক স্পর্শ করবেন ফ্যাবিও। 

১৯৭৭ সালে পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন ফ্যাবিও। ঐ একই বছর শিল্টন অবসরে যান।

ইংল্যান্ডের সাবেক গোলরক্ষক শিল্টন নিজে দাবী করেন তিনি সব মিলিয়ে ১৩৮৭ ম্যাচ খেলেছেন। কিন্তু গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড বইয়ে ম্যাচের সংখ্যা লেখা রয়েছে ১৩৯০টি। 

ফ্যাবিও তার পুরো ক্যারিয়ার কাটিয়েছেন ব্রাজিলে। ২০২৩ সালে ফ্লামিনেন্সের হয়ে তিনি কোপা লিবারর্তেডর্সের শিরোপা জয় করেন। ২০০৫-২০২২ সালের মধ্যে ক্রুজেইরো হয়ে ৯৭৬ ম্যাচ খেলেছেন। এর আগে উনাইয়ো বান্ডেরিয়েন্টের হয়ে ৩০টি ও ভাস্কো ডা গামার হয়ে খেলেছেন আরো ১৫০ ম্যাচ। 

ফোর্তালেজার বিপক্ষে রেকর্ড স্পর্শকারী ম্যাচটি ছিল ফ্লামিনেন্সের জার্সিতে ফ্যাবিওর ২৩৪তম ম্যাচ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জামায়াতের উদ্যোগে জাতীয় সেমিনার অনুষ্ঠিত
সুনামগঞ্জে দ্রুত ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে সেমিনার
নারীর মুক্তি ও সমতার জন্য অন্তর থেকে পরিবর্তন আনতে হবে : মঈন খান
বোয়ালখালীতে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা প্রদান
বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক : মেয়র শাহাদাত হোসেন
বিদেশে ৪০ হাজার কোটি টাকার চুরি হওয়া সম্পদের সন্ধান মিলেছে : সিএকে এনবিআরের সিআইসি প্রধান
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬২৯ জন
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান 
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় নাসির উদ্দীন গ্রেফতার
মাদ্রাসা ও কারিগরি অধিদপ্তরে নতুন মহাপরিচালক নিয়োগ
১০