বার্সেলোনার সাথে পাঁচ বছরের জন্য চুক্তি নবায়ন করলেন কুন্ডে

বাসস
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ২১:০৫

ঢাকা, ১৭ আগস্ট, ২০২৫ (বাসস) : বার্সেলোনার সাথে পাঁচ বছরের জন্য নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন ডিফেন্ডার জুলেস কুন্ডে। নতুন চুক্তি অনুযায়ী ২০৩০ সাল পর্যন্ত কুন্ডে বার্সেলোনায় থাকবেন। কাতালান ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

কুন্ডের সাথে আগের চুক্তির মেয়াদ ছিল ২০২৭ সাল পর্যন্ত। কিন্তু শুরু থেকেই দীর্ঘমেয়াদে তার চুক্তি বাড়ানোর বিষয় নিয়ে বার্সেলোনা আলোচনা চালিয়ে আসছিল। 

এর আগে লামিন ইয়ামাল, পও কুবারসি, গাভি ও পেড্রির সাথে বার্সেলোনা দীর্ঘমেয়াদে চুক্তি করেছে। এই তালিকায় নতুনভাবে যুক্ত হলেন ২৬ বছর বয়সী ফরাসি ডিফেন্ডার কুন্ডে।

এর আগে কুন্ডে বলেছেন, ‘আমি এখানে বেশ আনন্দে আছি। এই দলে খেলতে বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। ক্লাবের লক্ষ্যপূরণে আমরা যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রতি বছরই আমরা সম্ভাব্য সবগুলো শিরোপার জন্য লড়াই করি। ক্লাব ছেড়ে যাবার কোন ইচ্ছা আমার নেই।’

২০২২ সালে ৫৫ মিলিয়ন প্রাথমিক চুক্তিতে সেভিয়া থেকে কুন্ডেকে দলে ভিড়িয়েছিল কাতালান জায়ান্টরা। এই ক্লাবে সেন্টার-ব্যাক হিসেবে ক্যারিয়ার শুরু করলেও আগের কোচ জাভি হার্নান্দেজের অনুপ্রেরনায় শেষ পর্যন্ত রাইট-ব্যাক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। বর্তমান কোচ হান্সি ফ্লিকের অধীনে চারজন ডিফেন্ডারের মধ্যে কুন্ডে রাইট-ব্যাক হিসেবে খেলা চালিয়ে যাচ্ছেন। গত মৌসুমে বার্সেলোনার লা লিগা, কোপা ডেল রে ও স্প্যানিশ সুপারকোপা শিরোপা জয়ে অবদান রেখেছেন। 

এ পর্যন্ত বার্সার জার্সিতে তিন মৌসুম কাটিয়েছেন কুন্ডে। এই সময়ের মধ্যে জিতেছের দুটি লিগ শিরোপা। ১৪১ ম্যাচে করেছেন সাত গোল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জামায়াতের উদ্যোগে জাতীয় সেমিনার অনুষ্ঠিত
সুনামগঞ্জে দ্রুত ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে সেমিনার
নারীর মুক্তি ও সমতার জন্য অন্তর থেকে পরিবর্তন আনতে হবে : মঈন খান
বোয়ালখালীতে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা প্রদান
বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক : মেয়র শাহাদাত হোসেন
বিদেশে ৪০ হাজার কোটি টাকার চুরি হওয়া সম্পদের সন্ধান মিলেছে : সিএকে এনবিআরের সিআইসি প্রধান
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬২৯ জন
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান 
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় নাসির উদ্দীন গ্রেফতার
মাদ্রাসা ও কারিগরি অধিদপ্তরে নতুন মহাপরিচালক নিয়োগ
১০