ব্র্যাডম্যান-গাভাস্কারের বিশ্ব রেকর্ড স্পর্শ করলেন গিল

বাসস
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ২০:০৮
শুভমান গিল -ছবি : সংগৃহীত

ঢাকা, ২৭ জুলাই, ২০২৫ (বাসস) : অধিনায়ক হিসেবে টেস্টে এক সিরিজে সর্বোচ্চ সেঞ্চুরিতে দুই কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যান এবং সুনীল গাভাস্কারের বিশ্ব রেকর্ড স্পর্শ করেছেন ভারতের শুভমান গিল।

ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে চার সেঞ্চুরি হাঁকিয়েছেন গিল। অধিনায়ক হিসেবে টেস্টে এক সিরিজে এটি সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড।

১৯৪৭-৪৮ মৌসুমে ভারত সফরে পাঁচ ম্যাচের ছয় ইনিংসে চারটি সেঞ্চুরি করেছিলেন অস্ট্রেলিয়ার ব্র্যাডম্যান।

১৯৭৮-৭৯ মৌসুমে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছয় ম্যাচে নয় ইনিংসে চার শতক হাঁকিয়েছেন ভারতের গাভাস্কার। 

এবার ইংল্যান্ড সফরে চার টেস্ট খেলে ৮ বার ব্যাট করে ৪টি সেঞ্চুরি করেছেন গিল। লিডসে প্রথম টেস্টের প্রথম ইনিংসেই সেঞ্চুরি করেন তিনি। বার্মিংহামে দ্বিতীয় টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেন তিনি। লর্ডসে তৃতীয় টেস্টে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি এই ডান-হাতি ব্যাটার। ম্যানচেস্টারে চলমান টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরির দেখা পান গিল। 

ব্র্যাডম্যান ও গাভাস্কারকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ আছে গিলের। ওভালে ৩১ জুলাই শুরু হতে যাওয়া ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে একটি সেঞ্চুরি করলেই ব্র্যাডম্যান ও গাভাস্কারকে ছাড়িয়ে যাবেন গিল। 

এছাড়া ওভালে সেঞ্চুরি করলে আরও একটি বিশ্ব রেকর্ড গড়বেন গিল। সেটি হল টেস্ট সিরিজে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড। টেস্টের এক সিরিজে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড আছে ওয়েস্ট ইন্ডিজের ক্লাইড ওয়ালকটের। ১৯৫৫ সালে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে ১০ ইনিংসে ৫টি সেঞ্চুরি করেছিলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিলেটে নতুন করে চারজনের শরীরে ডেঙ্গু শনাক্ত
তরুণদের নেতৃত্বেই গঠিত হবে আগামীর বৈষম্যহীন বাংলাদেশ : খুবি উপাচার্য
পুলিশের ঊর্ধ্বতন ১৮ কর্মকর্তাকে বদলি
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়ায় বিদেশি মেডিকেল টিমগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
শেখ হাসিনা শেরপুরের উন্নয়নে কোনো কাজই করেনি : নাহিদ ইসলাম
এনটিআরসিএর নতুন চেয়ারম্যান আমিনুল ইসলাম
স্বাধীন পুলিশ কমিশন গঠনসহ ১২টি বিষয়ে ঐকমত্য: অধ্যাপক আলী রীয়াজ
যেকোনো সিরিজ জয় খেলোয়াড়দের পরবর্তী সিরিজে ভালো খেলতে উৎসাহিত করে : মিনহাজুল
গাজায় ত্রাণের রুট খুলে দেওয়ার পর জাতিসংঘের আর ‘অজুহাতের সুযোগ নেই’: নেতানিয়াহু
১০