ব্র্যাডম্যান-গাভাস্কারের বিশ্ব রেকর্ড স্পর্শ করলেন গিল

বাসস
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ২০:০৮
শুভমান গিল -ছবি : সংগৃহীত

ঢাকা, ২৭ জুলাই, ২০২৫ (বাসস) : অধিনায়ক হিসেবে টেস্টে এক সিরিজে সর্বোচ্চ সেঞ্চুরিতে দুই কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যান এবং সুনীল গাভাস্কারের বিশ্ব রেকর্ড স্পর্শ করেছেন ভারতের শুভমান গিল।

ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে চার সেঞ্চুরি হাঁকিয়েছেন গিল। অধিনায়ক হিসেবে টেস্টে এক সিরিজে এটি সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড।

১৯৪৭-৪৮ মৌসুমে ভারত সফরে পাঁচ ম্যাচের ছয় ইনিংসে চারটি সেঞ্চুরি করেছিলেন অস্ট্রেলিয়ার ব্র্যাডম্যান।

১৯৭৮-৭৯ মৌসুমে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছয় ম্যাচে নয় ইনিংসে চার শতক হাঁকিয়েছেন ভারতের গাভাস্কার। 

এবার ইংল্যান্ড সফরে চার টেস্ট খেলে ৮ বার ব্যাট করে ৪টি সেঞ্চুরি করেছেন গিল। লিডসে প্রথম টেস্টের প্রথম ইনিংসেই সেঞ্চুরি করেন তিনি। বার্মিংহামে দ্বিতীয় টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেন তিনি। লর্ডসে তৃতীয় টেস্টে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি এই ডান-হাতি ব্যাটার। ম্যানচেস্টারে চলমান টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরির দেখা পান গিল। 

ব্র্যাডম্যান ও গাভাস্কারকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ আছে গিলের। ওভালে ৩১ জুলাই শুরু হতে যাওয়া ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে একটি সেঞ্চুরি করলেই ব্র্যাডম্যান ও গাভাস্কারকে ছাড়িয়ে যাবেন গিল। 

এছাড়া ওভালে সেঞ্চুরি করলে আরও একটি বিশ্ব রেকর্ড গড়বেন গিল। সেটি হল টেস্ট সিরিজে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড। টেস্টের এক সিরিজে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড আছে ওয়েস্ট ইন্ডিজের ক্লাইড ওয়ালকটের। ১৯৫৫ সালে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে ১০ ইনিংসে ৫টি সেঞ্চুরি করেছিলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০