দিনাজপুরে বার্ষিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু

বাসস
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১৫:১৯
দিনাজপুরের ঐতিহ্যবাহী বার্ষিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে : ছবি বাসস

দিনাজপুর ১৮ জানুয়ারী ২০২৫ (বাসস) : দিনাজপুরের ঐতিহ্যবাহী সামাজিক ও ক্রীড়া প্রতিষ্ঠান ইনস্টিটিউটের আয়োজনে বার্ষিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে।

শনিবার দুপুরে শহরে ইনস্টিটিউট মাঠে প্রধান অতিথি হিসেবে বার্ষিক এই প্রতিযোগিতার উদ্বোধন করেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি হুমায়ুন ফারুক চৌধুরী শামীম। 

৭৭টি তালিকাভুক্ত দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। অনুর্ধ্ব-৪৫ বছর বয়সী যেকোন পুরুষ ও নারী খেলোয়াড়ই এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। বালক ও বালিকা বিভাগে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদেরও অংশগ্রহণের সুযোগ রয়েছে। মাসব্যাপী এই প্রতিযোগিতায় খেলোয়াড়রা মনোমুগ্ধকর পরিবেশে যেন খেলতে পারেন এবং দর্শকরা যেন সুষ্ঠ ও নিরাপদে খেলাগুলো উপভোগ করতে পারেন সেজন্য আয়োজকদের পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের সভাপতি আব্দুস সামাদ, প্রতিযোগিতার আহবায়ক সহিদুর রহমান পাটোয়ারী মোহন, ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক সুনীল চক্রবর্তী, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মো: রায়হানুল ইসলাম। 

উদ্বোধনী অনুষ্ঠান শেষে শহরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন নবরূপীর পরিবেশনায় এবং রওনক আরা হক নীপার পরিচালনায় মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান পরিবেশন করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গত এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ৯১
লন্ডন থেকে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ
স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন বেগম খালেদা জিয়া
ছাত্র-জনতার আত্মত্যাগে অর্জিত নতুন বাংলাদেশকে সঠিকভাবে পুনর্গঠন করতে হবে : গোলাম পরওয়ার
রমনা বিভাগের ডিসি মাসুদকে নিয়ে এআই প্রযুক্তির বিভ্রান্তিকর ছবি, ডিএমপির প্রতিবাদ
সচিব হলেন মঈন উদ্দিন আহমেদ
উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৬২ কর্মকর্তা
নির্বাচনে আইন-শৃঙ্খলা নিয়ে আগামী মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করবে ইসি
জাপানের স্বেচ্ছাসেবক নার্স পাচ্ছেন ‘ফরেন মিনিস্টারস কমেনডেশন’
হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা চলছে বেগম খালেদা জিয়ার
১০