বাসস
  ০১ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৫

আইসিসির চেয়ারম্যান হিসেবে যাত্রা শুরু ভারতের জয় শাহর

ঢাকা, ১ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : আজ থেকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হিসেবে যাত্রা শুরু করেছেন ভারতের জয় শাহ। ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যেতে মুখিয়ে আছেন বলে জানিয়েছেন জয়। 

গত আগস্টে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে জয়। দুই মেয়াদে আইসিসির প্রধানের দায়িত্ব পালন করা গ্রেগ বার্কলের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। 

আইসিসির সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ৩৬ বছর বয়সী জয়। পঞ্চম ভারতীয় হিসেবে আইসিসি বস হলেন তিনি। তার আগে এই দায়িত্ব পালন করেছেন জাগমোহন ডালমিয়া, শারদ পাওয়ার, এন শ্রিনিবাসন ও শশাঙ্ক মানোহার।

এক বিবৃতিতে জয় বলেন, ‘আইসিসি প্রধান হিসেবে যাত্রা শুরু করতে পেরে আমি খুব সম্মানিত বোধ করছি। আইসিসি পরিচালক ও বোর্ডের সকল সদস্যকে আমি ধন্যবাদ জানাতে চাই। তাদের সমর্থনের জন্য এবং আমার প্রতি তাদের আস্থা রাখার জন্য কৃতজ্ঞতা।’

তিনি আরও বলেন, ‘বিশ্বব্যাপী ক্রিকেট অপার সম্ভাবনা ধারণ করে এবং আমি এই সুযোগগুলো কাজে লাগাতে এবং খেলাটিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে আইসিসির দল এবং সদস্য দেশগুলির সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য মুখিয়ে আছি।’

তিনি জানান, ২০২৮ সালের অলিম্পিকে ক্রিকেটকে অন্তুর্ভুক্ত করার প্রস্তুতি চলছে এবং ক্রিকেটকে বিশ্বব্যাপী ভক্তদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে কাজ করার সময়টা রোমাঞ্চকর। 

জয় বলেন, ‘তিন ধরনের ক্রিকেটকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে এবং নারী ক্রিকেটকে বিশ্বব্যাপী প্রসারে চেষ্টা করা হচ্ছে।’

বিদায়ী সভাপতি গ্রেগ বার্কলেকেও ধন্যবাদ জানিয়েছেন জয়। তিনি বলেন, ‘আমি গ্রেগ বার্কলেকেও ধন্যবাদ জানাতে চাই, আগের চার বছরে তার নেতৃত্ব এবং অর্জিত মাইলফলকের জন্য।’