এপেক্স গলফ টুর্নামেন্ট এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১০:১৪
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শনিবার ঢাকা সেনানিবাসের আর্মি গলফ ক্লাবে 'এপেক্স গলফ টুর্নামেন্ট-২০২৫' এর সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। ছবি: আইএসপিআর

ঢাকা, ২৬ জানুয়ারি, ২০২৫ (বাসস) : ঢাকা সেনানিবাসের আর্মি গলফ ক্লাবে 'এপেক্স গলফ টুর্নামেন্ট-২০২৫' এর সমাপনী অনুষ্ঠিত হয়।

শনিবার এই অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথি উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি এ ধরণের প্রতিযোগিতার আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং এই আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

এই টুর্নামেন্টে সর্বমোট ৮৩৬ জন গলফার অংশগ্রহণ করেন। টুর্নামেন্টে ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল জলিল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এছাড়াও, ভেটেরান বিভাগে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবেদুর রেজা খান, সিনিয়র বিভাগে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল্লাহ-আল-আজহার, লেডিস বিভাগে নাসরিন আক্তার এবং জুনিয়র বিভাগে মাস্টার মোহাম্মদ আরিব রহমান বিজয়ী হওয়ার কৃতিত্ব অর্জন করেন।

সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, আর্মি গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান, কার্যনির্বাহী কমিটির সদস্য ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গসহ খেলোয়াড় এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৩১ দফা বাস্তবায়নে শেরপুরে মহিলা দলের সমাবেশ
বিমান দুর্ঘটনায় নিহত ফাতেমার পরিবারের পাশে বিএনপি
তারেক রহমান ঘোষিত ৩১ দফার প্রচার সভা অনুষ্ঠিত
মাইলস্টোনের শিক্ষার্থী মাহতাবের কবর জিয়ারত বিএনপি নেতাদের
শফিউল বারীর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা ও হুইলচেয়ার বিতরণ
শফিউল বারীর মৃত্যুবার্ষিকী কাল: স্মরণসভায় প্রধান অতিথি তারেক রহমান
জেডআরএফ-এর বোর্ড অফ ডাইরেক্টরসের সভা অনুষ্ঠিত
২৮ জুলাই: দেয়াল লিখন ও গ্রাফিতিতে জানানো হয় অগ্নিঝরা প্রতিবাদ
রাজধানীর ভাটারায় অপহৃত ফল ব্যবসায়ী উদ্ধার, গ্রেফতার ৫
সাম্প্রতিক দুর্ঘটনায় বিমান বাহিনী পরিচালিত কার্যক্রম
১০