ভারতের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিলো বাংলাদেশ

বাসস
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১৮:০৪
ভারতের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিলো বাংলাদেশ নারী ক্রিকেট দল - ছবি : সংগৃহীত

ঢাকা, ২৬ জানুয়ারি ২০২৫ (বাসস) : নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্স থেকে বিদায় নিলো বাংলাদেশ। আজ ভারতের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ।

সুপার সিক্সে আর মাত্র ১টি ম্যাচ আছে বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঐ ম্যাচ জিতলে বাংলাদেশের পয়েন্ট হবে ৪ (লিগ পর্ব থেকে পাওয়া ২ পয়েন্টসহ)। ইতোমধ্যে এই গ্রুপ ৬ পয়েন্ট নিয়ে যৌথভাবে টেবিলের শীর্ষে আছে ভারত ও অস্ট্রেলিয়া। ভারত ও অস্ট্রেলিয়াকে টপকে যাবার কোন সুযোগ নেই বাংলাদেশের।

কুয়ালালামপুরে ভারতের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ৯.৩ ওভারে ২২ রানে ৫ উইকেট হারিয়ে শুরুতে খাদের কিনারায় পড়ে যায় বাংলাদেশ। উপরের সারির প্রথম পাঁচ ব্যাটারের কেউই দুই অংকে পা রাখতে পারেননি।

ষষ্ঠ উইকেটে ৩১ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন জান্নাতুল মাওয়া ও অধিনায়ক সুমাইয়া আকতার।

ব্যক্তিগত ১৪ রানে মাওয়া থামলেও ইনিংসের শেষ পর্যন্ত খেলেছেন সুমাইয়া। ১টি চারে ২৯ বলে সুমাইয়ার অপরাজিত ২১ রানের উপর ভর করে ২০ ওভারে ৮ উইকেটে ৬৪ রানের মামুলি সংগ্রহ পায় বাংলাদেশ। ভারতের বৈষ্ণবী শর্মা ১৫ রানে ৩ উইকেট নেন।

জবাবে দলীয় ২৩ রানে প্রথম উইকেট হারায় ভারত। ওপেনার জি কামালিনিকে ৩ রানে থামিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন লেগ স্পিনার আনিসা আকতার সোবা।

৮টি চারে ৩১ বলে সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলে ভারতের জয়ের পথ সহজ করেন আরেক ওপেনার গঙ্গাদি তৃষা।

দলের জয় থেকে ৪ রান দূরে থাকতে আউট হন তৃষা। এরপর ভারতকে জয়ের বন্দরে নেন সানিকা চালকে ও নিকি প্রসাদ। সানিকা ১১ ও প্রসাদ ৫ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশের সোবা ও হাবিবা ১টি করে উইকেট নিয়েছেন।

আগামী ২৮ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুপার সিক্সে দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাইলস্টোনের শিক্ষার্থী মাহতাবের কবর জিয়ারত বিএনপি নেতাদের
শফিউল বারীর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা ও হুইলচেয়ার বিতরণ
শফিউল বারীর মৃত্যুবার্ষিকী কাল: স্মরণসভায় প্রধান অতিথি তারেক রহমান
জেডআরএফ-এর বোর্ড অফ ডাইরেক্টরসের সভা অনুষ্ঠিত
২৮ জুলাই: দেয়াল লিখন ও গ্রাফিতিতে জানানো হয় অগ্নিঝরা প্রতিবাদ
রাজধানীর ভাটারায় অপহৃত ফল ব্যবসায়ী উদ্ধার, গ্রেফতার ৫
সাম্প্রতিক দুর্ঘটনায় বিমান বাহিনী পরিচালিত কার্যক্রম
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের খোঁজ নিতে বার্ন ইনস্টিটিউটে গেলেন প্রধান উপদেষ্টা
হত্যা মামলায় আশুলিয়া আওয়ামী লীগ নেতা মোতালেব বেপারী গ্রেফতার
শিক্ষকরাই সমাজ পরিবর্তনে বড় ভূমিকা রাখতে পারেন : এটিএম আজহারুল ইসলাম
১০