শিরোনাম
ঢাকা, ২৬ জানুয়ারি ২০২৫ (বাসস) : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে ১৩তম খেলোয়াড় হিসেবে শততম ম্যাচ খেলার নজির গড়লেন বাঁ-হাতি ব্যাটার সৌম্য সরকার।
বিপিএলের ৩৪তম ম্যাচে আজ মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স ও দুর্বার রাজশাহী। এ ম্যাচে বিপিএলের মঞ্চে শততম ম্যাচ খেলতে নামেন রংপুরের সৌম্য।
গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে আঙুলের ইনজুরিতে পড়ে মাঠের বাইরে চলে যান সৌম্য। ফলে বিপিএলের শুরু থেকে খেলতে পারেননি সৌম্য। অবশেষে রংপুরের দশম ম্যাচে খেলতে নামলেন এই বাঁ-হাতি ব্যাটার।
শততম ম্যাচের আগ পর্যন্ত বিপিএলে ব্যাট হাতে ১৫৩৬ রান ও ২৫ উইকেট নিয়েছেন সৌম্য।
সৌম্যর আগে বিপিএলে শততম ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম, এনামুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, তামিম ইকবাল, নুরুল হাসান, মাশরাফি বিন মর্তুজা, লিটন দাস, সাব্বির রহমান ও আরাফাত সানি।
বিপিএলে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড মুশফিকুর রহিমের। ১৩৫ ম্যাচ খেলেছেন তিনি।