ওয়েস্ট ইন্ডিজের জয়ে সপ্তমস্থানে থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ করলো বাংলাদেশ

বাসস
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ১৮:১১ আপডেট: : ২৭ জানুয়ারি ২০২৫, ১৮:২৮

ঢাকা, ২৭ জানুয়ারি ২০২৫ (বাসস) : ৩৪ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট জিতলো ওয়েস্ট ইন্ডিজ। আজ দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজ ১২০ রানের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তানকে। এই জয়ে সিরিজ ১-১ সমতায় শেষ করলো ওয়েস্ট ইন্ডিজ। প্রথম টেস্ট ১২৭ রানে জিতেছিলো পাকিস্তান। 

মুলতানে দ্বিতীয় দিন জয়ের জন্য ২৫৪ রানের টার্গেট পায় পাকিস্তান। দিন শেষে ৪ উইকেটে ৭৬ রান তুলেছিলো পাকিস্তান। ফলে ৬ উইকেট হাতে নিয়ে জয়ের জন্য আরও ১৭৮ রান দরকার ছিলো স্বাগতিকদের। 

তৃতীয় দিন ওয়েস্ট ইন্ডিজ স্পিনার জোমেল ওয়ারিকানের ঘূর্ণিতে পড়ে ৪৪ ওভারে ১৩৩ রানে গুটিয়ে যায় পাকিস্তান। বাবর আজম সর্বোচ্চ ৩১, মোহাম্মদ রিজওয়ান ২৫, কামরান গুলাম ১৯ ও সালমান আঘা ১৫ রান করেন। 

ওয়ারিকান ২৭ রানে ৫ উইকেট নেন। এছাড়া কেভিন সিনক্লেয়ার ৩টি ও গুদাকেশ মোতি ২ উইকেট নেন। প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়েছিলেন ম্যাচ সেরা ওয়ারিকান। পাশাপাশি সিরিজ সেরাও হয়েছেন ওয়ারিকান। সিরিজে ৮৫ রান ও ১৯ উইকেট শিকার করেন এই বাঁ-হাতি স্পিনার। 

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে এটিই শেষ সিরিজ ছিলো পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের। এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের জয়ে সপ্তমস্থানে থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্র শেষ করলো বাংলাদেশ। ১২ ম্যাচে ৪ জয়, ৮ হার ও ৩১.২৫ শতাংশ পয়েন্ট আছে বাংলাদেশের। ১৩ ম্যাচে ২৮.২১ শতাংশ পয়েন্ট নিয়ে অষ্টমস্থানে থেকে ওয়েস্ট ইন্ডিজ এবং ১৪ ম্যাচে ২৭.৯৮ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থেকে আসর শেষ করলো পাকিস্তান।

২০১৯-২০২১ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রে ৪ ম্যাচ খেলে কোন টেস্ট জিততে পারেনি বাংলাদেশ। পয়েন্ট টেবিলের তলানিতে ছিলো তারা। দ্বিতীয় চক্রেও টেবিলের তলানিতে ছিলো বাংলাদেশ। ১২ ম্যাচে ১টি করে জয়-ড্র এবং ১০টিতে হেরেছিলো টাইগাররা। 

তৃতীয় চক্রে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১টি করে এবং পাকিস্তানের বিপক্ষে ২টি ম্যাচ জিতেছে বাংলাদেশ। 

পয়েন্ট টেবিলের শীর্ষ দুই অবস্থানে থেকে ইতোমধ্যে তৃতীয় চক্রের ফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। আগামী ১১ জুন লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে এই দু’দল। 

চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও ১টি সিরিজ আছে। দুই ম্যাচের টেস্ট সিরিজে ২৯ জানুয়ারি থেকে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও শ্রীলংকা। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০