ওয়ানডের দুঃস্মৃতি ভুলে টি-টোয়েন্টি সিরিজে ভালো করতে চায় বাংলাদশ

বাসস
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ১৮:৫২

ঢাকা, ২৭ জানুয়ারি ২০২৫ (বাসস) : ওয়ানডে শেষে আগামীকাল থেকে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারায় এ বছর ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হাতছাড়া করেছে টাইগ্রেসরা। অন্তত ২-১ ব্যবধানে সিরিজ জিতলেই সরাসরি বিশ্বকাপে খেলতো বাংলাদেশ।

ওয়ানডের হতাশা ভুলতে টি-টোয়েন্টি সিরিজে সাফল্য পেতে মরিয়া বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টির আগে এক ভিডিও বার্তায় বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা বলেন, ‘ওয়ানডে সিরিজ নিয়ে হতাশা তো আছে। দল হিসেবে আমরা ভালো খেলতে পারিনি। সুযোগ হাতছাড়া হয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘ওয়ানডে সিরিজের হতাশা থেকে বেরিয়ে আসা কঠিন। দ্বিতীয় ম্যাচ জয়ের পর সবারই বিশ্বকাপের টিকেট নিশ্চিত করার আশা ছিলো। দুর্ভাগ্যবশত সেটা করতে পারিনি। এজন্য পুরো দলই হতাশ।’

এই প্রথমবারের মত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিপাক্ষীক টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। এর আগে টি-টোয়েন্টিতে চারবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। চারবারই বিশ্বকাপের মঞ্চে এবং সবগুলো ম্যাচই হেরেছে বাংলাদেশ। ২০১৪, ২০১৬, ২০১৮ ও ২০২৪ সালের বিশ্বমঞ্চে দেখা হয়েছিলো দু’দলের।

ওয়ানডের মতো টি-টোয়েন্টি সিরিজও চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন নিগার। তিনি জানান টি-টোয়েন্টিতে ভালো করতে দলের খেলোয়াড়রা মানসিকভাবে চাঙা হতে পারবে। নিগার বলেন, ‘ওয়ানডে সিরিজের পর আমার মনে হয়েছে এখানে দল হিসেবে খেলতে হবে আমাদের। দল মানসিকভাবে একটু ভেঙ্গে পড়েছে, সেখান থেকে বেরিয়ে আসতে আমাদের ভালো ফল পেতে হবে। দলের যে মানসিক অবস্থা উন্নতি করার এখনই সুযোগ। আর সেটা টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ভালো ক্রিকেট খেলার মাধ্যমেই করতে হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৩১ দফা বাস্তবায়নে শেরপুরে মহিলা দলের সমাবেশ
বিমান দুর্ঘটনায় নিহত ফাতেমার পরিবারের পাশে বিএনপি
তারেক রহমান ঘোষিত ৩১ দফার প্রচার সভা অনুষ্ঠিত
মাইলস্টোনের শিক্ষার্থী মাহতাবের কবর জিয়ারত বিএনপি নেতাদের
শফিউল বারীর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা ও হুইলচেয়ার বিতরণ
শফিউল বারীর মৃত্যুবার্ষিকী কাল: স্মরণসভায় প্রধান অতিথি তারেক রহমান
জেডআরএফ-এর বোর্ড অফ ডাইরেক্টরসের সভা অনুষ্ঠিত
২৮ জুলাই: দেয়াল লিখন ও গ্রাফিতিতে জানানো হয় অগ্নিঝরা প্রতিবাদ
রাজধানীর ভাটারায় অপহৃত ফল ব্যবসায়ী উদ্ধার, গ্রেফতার ৫
সাম্প্রতিক দুর্ঘটনায় বিমান বাহিনী পরিচালিত কার্যক্রম
১০