ফিদে মাস্টার তাহসিনের পাশে বিসিবি

বাসস
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ২০:১৮ আপডেট: : ২৭ জানুয়ারি ২০২৫, ২০:৩১

ঢাকা, ২৭ জানুয়ারি ২০২৫ (বাসস) : আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য প্রয়াত গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমানের ছেলে ফিদে মাস্টার তাহসিন জামান জিয়াকে আর্থিক সহায়তা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এ বছর তিনটি টুর্নামেন্টে খেলবেন তাহসিন। টুর্নামেন্টগুলো হলো- মন্টিনেগ্রোর পেট্রোভাকে বিশ্ব জুনিয়র অনূর্ধ্ব-২০ দাবা চ্যাম্পিয়নশিপ, শ্রীলংকা এশিয়ান জোনাল দাবা চ্যাম্পিয়নশিপ এবং হাঙ্গেরির গ্র্যান্ড মাস্টার ও আন্তর্জাতিক মাস্টার্স ইভেন্ট।

আজ এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, এই তিনটি ইভেন্টে তাহসিনের অংশগ্রহণের খরচ বাবদ ১৫ লাখ ৮০ হাজার টাকা আর্থিক সহায়তা দিবে।

বাবার সাফল্যের ধারা বজায় রাখতে প্রতিজ্ঞাবদ্ধ দাবা অঙ্গনে উদীয়মান তারকা ১৯ বছর বয়সী তাহসিন।

তিনটি আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টে অংশগ্রহণের মাধ্যমে রেটিং পয়েন্ট বাড়ানো (বর্তমানে ফিদে রেটিং ২৩২৩) এবং আন্তর্জাতিক মাস্টার (আইএম) খেতাব অর্জনের লক্ষ্যে চ্যালেঞ্জ নিতে নামবেন তাহসিন। ।

বিবৃতিতে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘তাহসিন একজন প্রতিভাবান দাবা খেলোয়াড় এবং তার কিংবদন্তি বাবার পথ অনুসরণ করতে দেখা সত্যিই আনন্দের। তার সাফল্য এবং শ্রেষ্ঠত্বের সঙ্গী হতে চেয়েছি আমরা। আশা করি ভবিষ্যতে আন্তর্জাতিক মাস্টারের পর সে গ্র্যান্ডমাস্টারও হোক। তাহসিনের যাত্রার অংশ হতে পেরে বিসিবি গর্বিত।’

তিনি আরও বলেন, ‘আমরা মনে করি, গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান দাবা ও দেশের ক্রীড়াঙ্গনে যে অবদান রেখে গেছেন এর মাধ্যমে তার প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করার সুযোগ আমাদের হয়েছে।’ 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০