বড় জয় দিয়ে বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশ

বাসস
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ১৮:২৬

ঢাকা, ২৮ জানুয়ারি ২০২৫ (বাসস) : বড় জয় দিয়ে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশ।

আজ সুপার সিক্সে গ্রু-১’এ নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ ১০ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৮ উইকেটে হেরেছিলো বাংলাদেশ। ভারতের কাছে হেরেই সেমিফাইনালের আশা শেষ হয়ে যায় জুনিয়র টাইগ্রেসদের।

মালয়েশিয়ার কুয়ালালামপুরে বৃষ্টির কারণে ১৩ ওভার নির্ধারিত হয়েছিল ম্যাচটি। টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের বোলারদের সামনে নিজেদের মেলে ধরতে পারেনি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। ১৩ ওভারে ৬ উইকেটে ৫৪ রানের সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। দলের হয়ে সর্বোচ্চ ১৬ রান করেন অমরিতা রামতাহাল।

নিশিতা আকতার নিশি ১১ রানে ৩টি, আনিসা আকতার সোবা ১৩ রানে ২টি উইকেট নেন।

জবাবে ৫৩ বল খেলেই বাংলাদেশের জয় নিশ্চিত করেন দুই ওপেনার ফাহমিদা ছোঁয়া ও জুয়াইরিয়া ফেরদৌস। ৩টি চারে দলের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন জুয়াইরিয়া। ১টি বাউন্ডারিতে ১৪ রান করেন ছোঁয়া।

ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের নিশি।

গ্রুপ পর্বে ৩ ম্যাচ খেলে ২টিতে জয় ও ১টিতে হেরে ৪ পয়েন্ট নিয়ে সুপার সিক্সে উঠে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার কাছে হারলেও নেপাল ও স্কটল্যান্ডকে হারিয়ে ‘ডি’ গ্রুপ রানার্স-আপ হয় বাংলাদেশ। এবারের আসরে গ্রুপ পর্ব ও সুপার সিক্স মিলিয়ে ৫ ম্যাচে ৩টিতে জয় ও ২টিতে হারলো বাংলাদেশ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ব্যাংককে ভবনধস: সংশ্লিষ্ট কোম্পানির চীনা নির্বাহী গ্রেফতার
ট্রাম্পের আমলে অতি ধনী ও টেক জায়ান্টদের ওপর কর আরোপ থেমে গেছে
মার্কিন শুল্কনীতির কারণে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাতে পারে আইএমএফ: ব্লুমবার্গ
কুমিল্লায় আলুর ন্যায্য মূল্য নিয়ে বিপাকে কৃষকরা 
পুতিনের ইস্টার যুদ্ধবিরতির মধ্যেও রুশ হামলা অব্যাহত: জেলেনস্কি
গাজা সহায়তা নিয়ে হামাস নেতাদের সাথে তুরস্কের গোয়েন্দা প্রধানের বৈঠক
বর্ষা আসলেই বাঁধ ভাঙে, শঙ্কায় তিস্তা পারের মানুষ, দ্রুত বেড়িবাঁধ সংস্কারের দাবি রংপুরবাসীর
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন দুই বিচারপতিকে সংবর্ধনা
দুই ওপেনারকে হারিয়ে প্রথম সেশনে ৮৪ রান বাংলাদেশের
বিএনপির সাথে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন
১০