হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো বাংলাদেশ নারী দল

বাসস
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ১৮:৩২

ঢাকা, ২৮ জানুয়ারি ২০২৫ (বাসস) : হার দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ।

প্রথমে ব্যাট করে অধিনায়ক নিগার সুলতানার অপরাজিত ৫৩ রানের সুবাদে ২০ ওভারে ৩ উইকেটে ১৪৪ রান করে বাংলাদেশ। জবাবে অধিনায়ক হেইলি ম্যাথুজ ও ডিয়ান্ড্রা ডটিনের জোড়া হাফ-সেঞ্চুরিতে ১৯ বল বাকী থাকতে জয়ের স্বাদ পায় ওয়েস্ট ইন্ডিজ।

সেন্ট কিটসে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১৯ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ২টি চারে ১২ রান করে বিদায় নেন ওপেনার দিলারা আকতার।
ভালো শুরু করেও বড় ইনিংস খেলতে পারেননি সোবহানা মোস্তারি। ৪টি বাউন্ডারিতে ২১ বলে ২২ রান করেন তিনি।

৪৩ রানে ২ উইকেট পতনের পর বাংলাদেশকে লড়াকু পুঁজি এনে দেন শারমিন আকতার ও অধিনায়ক নিগার। তৃতীয় উইকেটে ৬৪ বলে ৮২ রানের জুটি গড়েন তারা। ১৮তম ওভারে ব্যক্তিগত ৩৭ রানে শারমিন থামলেও ইনিংসের শেষ পর্যন্ত খেলে বাংলাদেশকে ৩ উইকেটে ১৪৪ রানের সংগ্রহ এনে দেন বাংলাদেশ।

৫টি চার ও ২টি ছক্কায় ৪০ বলে অপরাজিত ৫৩ রান করেন নিগার। ১০৬ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি নিগারের অষ্টম হাফ-সেঞ্চুরি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের নারী ব্যাটারের এটিই সর্বোচ্চ ব্যক্তিগত রান।

জবাবে ম্যাথুজ ও ডটিনের হাফ-সেঞ্চুরিতে সহজ জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। ৭টি চারে ৫৪ বলে অপরাজিত ৬০ রান করেন ম্যাথুজ।

৭টি ছক্কায় ২২ বলে অনবদ্য ৫১ রান করেন ডটিন। মাত্র ২১ বলে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি।

১৫ রানে ২ উইকেট নিয়েছেন স্পিনার ফাহিমা খাতুন।

আগামী ৩০ জানুয়ারি সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে দু’দল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০