আইসিসি ইভেন্টে বিশ্ব রেকর্ড রাচিনের

বাসস
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪৬
আইসিসি ওয়ানডে ইভেন্টে বিশ্ব রেকর্ড গড়েছেন নিউজিল্যান্ডের বাঁ-হাতি ব্যাটার রাচিন রবীন্দ্র -ছবি : সংগৃহীত

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : আইসিসি ওয়ানডে ইভেন্টে বিশ্ব রেকর্ড গড়েছেন নিউজিল্যান্ডের বাঁ-হাতি ব্যাটার রাচিন রবীন্দ্র। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে আইসিসি ওয়ানডে ফরম্যাটের বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফির অভিষেকেই সেঞ্চুরির নজির গড়েছেন রাচিন।

২০২৩ সালে ভারতের মাটিতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে নিজের অভিষেকে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন রাচিন।

আহমেদাবাদের ঐ ম্যাচে ৯৬ বলে ১১টি চার ও ৫টি ছক্কায় অপরাজিত ১২৩ রান করেছিলেন রাচিন। তার সাথে জুটিবদ্ধভাবে ডেভন কনওয়ের অপরাজিত ১৫২ রানের সুবাদে ইংল্যান্ডের বিপক্ষে ২৮৩ রানের টার্গেট স্পর্শ করে ৯ উইকেটে জয় পেয়েছিল নিউজিল্যান্ড। 

এবার চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের দ্বিতীয় ম্যাচে অভিষেক হয় রাচিনের। ইনজুরির কারণে দলের প্রথম ম্যাচে খেলতে পারেননি তিনি। গতরাতে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ১২টি চার ও ১টি ছক্কায় ১০৫ বলে ১১২ রান করেন রাচিন।

২০২৩ সালে অভিষেকের পর নিউজিল্যান্ডের হয়ে ৩০ ওয়ানডে খেলে এ পর্যন্ত ৪টি সেঞ্চুরির মালিক রাচিন। সবগুলোই আইসিসি ইভেন্টে। এক্ষেত্রেও রেকর্ড গড়েছেন তিনি। নিউজিল্যান্ডের হয়ে ওয়ানডে ফরম্যাটে আইসিসি ইভেন্টে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক এখন রাচিন।

গত ওয়ানডে বিশ্বকাপে ৩টি এবং এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১টিসহ চারটি শতক হাকিয়েনে রাচিন। এতে পেছনে পড়ে গেছে নিজ দলের নাথান অ্যাস্টল ও কেন উইলিয়ামসনের রেকর্ড। দু’জনই ৩টি করে সেঞ্চুরির স্বাদ নিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপির তেজগাঁও বিভাগ বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেফতার করেছে
তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, লক্ষাধিক টাকা জরিমানা
জামায়াত নেতৃবৃন্দের সাথে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
মেহেরপুরের গাংনী সীমান্তে নারী-শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর করেছে বিএসএফ
লিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না : তারেক রহমান
৩০০ বছর পুরনো বেহালা বাজবে যুক্তরাজ্যের সঙ্গীত উৎসবে
পেইন্টিং ও জাদুঘরের শিল্পবস্তু রিস্টোরেশনে দক্ষতা বৃদ্ধিতে ৩৫ জন প্রশিক্ষণার্থী চীন যাচ্ছেন
গাজায় বাস্তুচ্যুতদের তাঁবু বহনে ইসরাইলি বাধার নিন্দা জাতিসংঘের
সিলেট বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগে ৫ জনের সাজা
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
১০