বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

বাসস
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০৯
ছবি : সংগৃহীত

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ‘এ’ গ্রুপে বাংলাদেশ ও পাকিস্তান মধ্যকার ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে।

রাওয়ালপিন্ডিতে গতকাল রাত থেকেই বৃষ্টি হচ্ছে। আজ সকাল থেকে বৃষ্টি না হলেও মেঘাচ্ছন্ন ছিল আবহাওয়া । তবে দুপুর থেকে আবারও বৃষ্টি শুরু হওয়ায় মাঠেই নামতে পারেনি দু’দলের খেলোয়াড়রা।

রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থাও ভালো না হওয়ায় খেলা মাঠে গড়ানোর সম্ভাবনা ছিল না। পরবর্তীতে বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩০ মিনিটে বাধ্য হয়ে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ পরিচালনাকারী কর্মকর্তারা।

ম্যাচ পরিত্যক্ত হওয়ায় গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেছে বাংলাদেশ ও পাকিস্তান।

গ্রুপ পর্বে ৩ ম্যাচে ২টি করে হার ও ১টি পরিত্যক্ত ম্যাচে সমান ১ করে পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। রান রেটে এগিয়ে থাকার সুবাদে গ্রুপে বাংলাদেশ তৃতীয়স্থানে এবং পাকিস্তান চতুর্থস্থানে থেকে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করল।

গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ভারতের কাছে ৬ উইকেটে এবং নিউজিল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরেছিল বাংলাদেশ।

অন্যদিকে, নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে এবং ভারতের কাছে ৬ উইকেটে হারে পাকিস্তান। 

এই গ্রুপ থেকে নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত ও নিউজিল্যান্ড। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাবেক প্রতিমন্ত্রী বিপুর ব্যাংক হিসাব অবরুদ্ধ, গাড়ি-এ্যাপার্টমেন্ট জব্দ
ব্যাংককে ভবনধস: সংশ্লিষ্ট কোম্পানির চীনা নির্বাহী গ্রেফতার
দিনমজুর থেকে ফল ব্যবসায়ী : সততা আর শ্রম দিয়ে মোখলেছ আজ স্বাবলম্বী
ট্রাম্পের আমলে অতি ধনী ও টেক জায়ান্টদের ওপর কর আরোপ থেমে গেছে
মার্কিন শুল্কনীতির কারণে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাতে পারে আইএমএফ: ব্লুমবার্গ
কুমিল্লায় আলুর ন্যায্য মূল্য নিয়ে বিপাকে কৃষকরা 
পুতিনের ইস্টার যুদ্ধবিরতির মধ্যেও রুশ হামলা অব্যাহত: জেলেনস্কি
গাজা সহায়তা নিয়ে হামাস নেতাদের সাথে তুরস্কের গোয়েন্দা প্রধানের বৈঠক
বর্ষা আসলেই বাঁধ ভাঙে, শঙ্কায় তিস্তা পারের মানুষ, দ্রুত বেড়িবাঁধ সংস্কারের দাবি রংপুরবাসীর
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন দুই বিচারপতিকে সংবর্ধনা
১০