সেমিফাইনাল নিশ্চিত করার লক্ষ্যে কাল মুখোমুখি অস্ট্রেলিয়া ও আফগানিস্তান

বাসস
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫১


ঢাকা, ২৭ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : জিতলেই সেমিফাইনাল নিশ্চিত-এমন লক্ষ্য নিয়েচ্যাম্পিয়ন্স ট্রফিতে আগামীকাল লাহোরে ‘বি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হবে ম্যাচটি।

‘বি’ গ্রুপ থেকে  দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান তিন দলই সেমিফাইনালের দৌড়ে টিকে আছে। ইতোমধ্যে বিদায় নিশ্চিত হয়েছে গ্রুপের আরেক দল ইংল্যান্ডের।

২ ম্যাচ শেষে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার সমান ৩ করে পয়েন্ট আছে। ২ পয়েন্ট আছে আফগানিস্তানের।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জিতলে বা ১ পয়েন্ট পেলেই দক্ষিণ আফ্রিকাকে নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করবে অস্ট্রেলিয়া। হেরে গেলেও সেমির সুযোগ থাকবে অসিদের। তখন এই গ্রুপের শেষ ম্যাচ দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচের ফলাফলের দিকে চেয়ে থাকবে অস্ট্রেলিয়া।  ম্যাচে প্রোটিয়ারা জিতলে  বিদায় ঘটবে অসিদের। তবে দক্ষিণ আফ্রিকা হারলে বিবেচনায় আসবে রান রেট।

অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তান জিতলে ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠবে আফগানিস্তান। এমন অবস্থায় সেমিতে খেলার সুযোগ কাজে লাগাতে মরিয়া আফগান অধিনায়ক হাসমতুল্লাহ শাহিদি। তিনি বলেন, ‘প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নেমে সেমিতে ফেলাটা হবে আফগানিস্তান ক্রিকেটের আরও একটি বড় অর্জন।’

প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নেমে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ১০৭ রানের বড় ব্যবধানে হারে আফগানিস্তান। তবে পরের ম্যাচেই বড় চমক দেখায় আফগানরা। ওপোনর ইব্রাহিম জাদরানের ১৭৭ রান এবং পেসার আজমতুল্লাহ ওমরজাই’র ৫ উইকেট শিকারে শক্তিশালী ইংল্যান্ডকে ৮ রানে হারিয়ে সেমির দৌড়ে টিকে থাকে রশিদ-নবিরা।

গত ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারানোর সেরা সুযোগ হাতছাড়া করেছে আফগানিস্তান। গ্লেন ম্যাক্সওয়েলের দানবীয় ইনিংসে ৩ উইকেটে হেরে যায় আফগানরা। অস্ট্রেলিয়াকে ২৯২ রানের টার্গেট ছুঁড়ে দিয়ে ৯১ রানে প্রতিপক্ষের ৭ উইকেট তুলে নেয় আফগানিস্তান। এরপর অধিনায়ক প্যাট কামিন্সকে নিয়ে ১৭০ বলে ২০২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন ম্যাক্সওয়েল। ১২৮ বলে ২১টি চার ও ১০টি ছক্কায় অপরাজিত ২০১ রান করেন ম্যাক্সি।

ঐ ম্যাচের স্মৃতি রোমন্থন করে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ, ‘সর্বশেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে আমরা স্মরনীয় জয় পেয়েছিলাম। বিশ্ব ক্রিকেটে আফগানিস্তান শক্তিশালী এক দল। আমাদের জন্য এ ম্যাচটি চ্যালেঞ্জিং হবে। সেমিফাইনালে খেলা নিশ্চিত করতেই আমরা মাঠ নামবো।’

ইংল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটের জয় দিয়ে এবারের আসর শুরু করে অস্ট্রেলিয়া। এরপর দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বৃষ্টির কারনে পয়েন্ট ভাগাভাগি করে অসিরা।

এখন পর্যন্ত ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে চারবার খেলে সবগুলোই জিতেছে অস্ট্রেলিয়া।

আফগানিস্তান দল : হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রহমানুল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ আটাল, রহমত শাহ, ইকরাম আলিখিল, গুলবাদিন নাইব, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, নাঙ্গিয়াল খারোতি, নূর আহমাদ, ফজলহক ফারুকী, ফরিদ মালিক, নাভিদ জাদরান।

অস্ট্রেলিয়া দল : স্টিভেন স্মিথ (অধিনায়ক), সিন অ্যাবট, অ্যালেক্স ক্যারি, বেন ডোয়ার্শিস, নাথান এলিস, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, তানভীর সাঙ্গা, ম্যাথু শর্ট ও এডাম জ্যাম্পা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
একমাত্র মেয়ের সুন্দর ভবিষ্যৎ চান শহীদ জাকিরের স্ত্রী সালমা
শিশুর বামনত্ব : চ্যালেঞ্জ ও মোকাবিলার উপায়
শহীদ জাহাঙ্গীরের স্মৃতি বুকে নিয়ে দিন কাটে মেয়ে সিনথিয়ার
স্বপ্ন-সাধ তুচ্ছ করে দেশের জন্য জীবন দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন শহীদ শ্রাবণ
দিনাজপুরে ভবেশের মৃত্যুর ঘটনায় ভারতের দেয়া বক্তব্যকে প্রত্যাখ্যান করলো বাংলাদেশ
গাজীপুর সাফারী পার্ক থেকে বিপন্ন বন্যপ্রাণী লেমুর চুরির ঘটনায় একজন গ্রেফতার 
সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন করতে গেলে আলাদা বেতন কাঠামো প্রয়োজন : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বিএনপির অভিনন্দন
ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ডিএমপিতে দুই দিনে ২ হাজার ৭৯৭ মামলা 
আলেম-ওলামাগণ সামাজিক শক্তির উৎস : ধর্ম উপদেষ্টা
১০