বড় দলের বিপক্ষে আফগানিস্তানের জয়কে অঘটন মনে করেন না টেন্ডুলকার

বাসস
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৩১ আপডেট: : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:২৭
শচীন টেন্ডুলকার - ফাইল ছবি

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : বিশ্ব ক্রিকেটে বড়-বড় দলের বিপক্ষে আফগানিস্তানের জয়কে এখন আর অঘটন মনে করেন না ভারতের কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকার। গতরাতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের ৮ রানের জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক বার্তায় এমন কথা বলেন টেন্ডুলকার।

চ্যাম্পিয়ন ট্রফির ইতিহাসে প্রথমবারের মত এবারের আসরে খেলতে নামে আফগানিস্তান। দক্ষিণ আফ্রিকার কাছে ১০৭ রানে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করে আফগানরা। তাই চ্যাম্পিয়ন্স ট্রফির অভিষেক ম্যাচটি  ভালো হয়নি তাদের।

তবে গ্রুপ পর্বে  নিজেদের দ্বিতীয় ম্যাচেই শক্তিশালী ইংল্যান্ডকে ৮ রানে হারিয়ে  চমক দেখায় আফগানিস্তান। এই জয়ে সেমিফাইনালের দৌড়ে টিকে আছে রশিদ-নবিরা। তবে আফগানিস্তানের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিয়েছে ইংল্যান্ড।

ইংল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের দুর্দান্ত জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি পোস্ট করেন টেন্ডুলকার। সেখানে তিনি লিখেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তানের দৃঢ়তা ও ধারাবাহিক উত্থান অনুপ্রেরণাদায়ক! তাদের জয়কে আর অঘটন বলতে পারবেন না। এখন এটিকে তারা অভ্যাসে পরিণত করেছে।’

ইংল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের জয়ে বড় অবদান রাখেন ওপেনার ইব্রাহিম জাদরান এবং পেসার আজমতুল্লাহ ওমরজাই। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ১৭৭ রানের ইনিংস খেলেন ইব্রাহিম। বল হাতে ৫ উইকেট নেন ওমরজাই।

ইব্রাহিম ও ওমরজাইকে অভিনন্দন জানিয়ে টেন্ডুলকার লিখেছেন, ‘ইব্রাহিমের দুর্দান্ত সেঞ্চুরি এবং ওমরজাইয়ের অসাধারণ ৫ উইকেট আফগানিস্তানকে আরেকটি স্মরণীয় জয় এনে দিয়েছে।’

আগামীকাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আফগানিস্তান। এ ম্যাচ  জিতলেই সেমিফাইনালের টিকিট পাবে আফগানরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আসামি গ্রেফতারে অনুমতির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট
সাবেক প্রতিমন্ত্রী বিপুর ব্যাংক হিসাব অবরুদ্ধ, গাড়ি-এ্যাপার্টমেন্ট জব্দ
ব্যাংককে ভবনধস: সংশ্লিষ্ট কোম্পানির চীনা নির্বাহী গ্রেফতার
দিনমজুর থেকে ফল ব্যবসায়ী : সততা আর শ্রম দিয়ে মোখলেছ আজ স্বাবলম্বী
ট্রাম্পের আমলে অতি ধনী ও টেক জায়ান্টদের ওপর কর আরোপ থেমে গেছে
মার্কিন শুল্কনীতির কারণে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাতে পারে আইএমএফ: ব্লুমবার্গ
কুমিল্লায় আলুর ন্যায্য মূল্য নিয়ে বিপাকে কৃষকরা 
পুতিনের ইস্টার যুদ্ধবিরতির মধ্যেও রুশ হামলা অব্যাহত: জেলেনস্কি
গাজা সহায়তা নিয়ে হামাস নেতাদের সাথে তুরস্কের গোয়েন্দা প্রধানের বৈঠক
বর্ষা আসলেই বাঁধ ভাঙে, শঙ্কায় তিস্তা পারের মানুষ, দ্রুত বেড়িবাঁধ সংস্কারের দাবি রংপুরবাসীর
১০