বড় দলের বিপক্ষে আফগানিস্তানের জয়কে অঘটন মনে করেন না টেন্ডুলকার

বাসস
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৩১ আপডেট: : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:২৭
শচীন টেন্ডুলকার - ফাইল ছবি

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : বিশ্ব ক্রিকেটে বড়-বড় দলের বিপক্ষে আফগানিস্তানের জয়কে এখন আর অঘটন মনে করেন না ভারতের কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকার। গতরাতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের ৮ রানের জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক বার্তায় এমন কথা বলেন টেন্ডুলকার।

চ্যাম্পিয়ন ট্রফির ইতিহাসে প্রথমবারের মত এবারের আসরে খেলতে নামে আফগানিস্তান। দক্ষিণ আফ্রিকার কাছে ১০৭ রানে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করে আফগানরা। তাই চ্যাম্পিয়ন্স ট্রফির অভিষেক ম্যাচটি  ভালো হয়নি তাদের।

তবে গ্রুপ পর্বে  নিজেদের দ্বিতীয় ম্যাচেই শক্তিশালী ইংল্যান্ডকে ৮ রানে হারিয়ে  চমক দেখায় আফগানিস্তান। এই জয়ে সেমিফাইনালের দৌড়ে টিকে আছে রশিদ-নবিরা। তবে আফগানিস্তানের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিয়েছে ইংল্যান্ড।

ইংল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের দুর্দান্ত জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি পোস্ট করেন টেন্ডুলকার। সেখানে তিনি লিখেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তানের দৃঢ়তা ও ধারাবাহিক উত্থান অনুপ্রেরণাদায়ক! তাদের জয়কে আর অঘটন বলতে পারবেন না। এখন এটিকে তারা অভ্যাসে পরিণত করেছে।’

ইংল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের জয়ে বড় অবদান রাখেন ওপেনার ইব্রাহিম জাদরান এবং পেসার আজমতুল্লাহ ওমরজাই। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ১৭৭ রানের ইনিংস খেলেন ইব্রাহিম। বল হাতে ৫ উইকেট নেন ওমরজাই।

ইব্রাহিম ও ওমরজাইকে অভিনন্দন জানিয়ে টেন্ডুলকার লিখেছেন, ‘ইব্রাহিমের দুর্দান্ত সেঞ্চুরি এবং ওমরজাইয়ের অসাধারণ ৫ উইকেট আফগানিস্তানকে আরেকটি স্মরণীয় জয় এনে দিয়েছে।’

আগামীকাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আফগানিস্তান। এ ম্যাচ  জিতলেই সেমিফাইনালের টিকিট পাবে আফগানরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপির তেজগাঁও বিভাগ বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেফতার করেছে
তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, লক্ষাধিক টাকা জরিমানা
জামায়াত নেতৃবৃন্দের সাথে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
মেহেরপুরের গাংনী সীমান্তে নারী-শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর করেছে বিএসএফ
লিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না : তারেক রহমান
৩০০ বছর পুরনো বেহালা বাজবে যুক্তরাজ্যের সঙ্গীত উৎসবে
পেইন্টিং ও জাদুঘরের শিল্পবস্তু রিস্টোরেশনে দক্ষতা বৃদ্ধিতে ৩৫ জন প্রশিক্ষণার্থী চীন যাচ্ছেন
গাজায় বাস্তুচ্যুতদের তাঁবু বহনে ইসরাইলি বাধার নিন্দা জাতিসংঘের
সিলেট বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগে ৫ জনের সাজা
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
১০