চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাই ম্যাচে দর্শকদের বিনামূল্যে ইফতার দিবে ইসিবি

বাসস
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১০ আপডেট: : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২২

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চলমান আসরের বাকী ম্যাচগুলোতে গ্যালারির দর্শকদের বিনামূল্যে ইফতার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

পাকিস্তান সফরে সরকারের অনুমতি না থাকায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের ম্যাচগুলো দুবাইয়ে খেলছে ভারত। ইতোমধ্যে দুবাইয়ে দু’টি ম্যাচ খেলেছে টিম ইন্ডিয়া। এখনও গ্রুপ পর্বের শেষ ও সেমিফাইনাল ম্যাচ খেলবে ভারত। ভারত ফাইনালে উঠলে শেষ  ম্যাচটিও দুবাইয়ে অনুষ্ঠিত হবে।

দুবাইয়ের বাকী ম্যাচগুলো পবিত্র রমজান মাসে অনুষ্ঠিত হবে। আসন্ন ম্যাচগুলোকে সামনে রেখে দুবাইয়ে গ্যালারির দর্শকদের বিনামূল্যে ইফতার দেওয়ার ঘোষণা দিয়েছে ইসিবি।

এক বিবৃতিতে ইসিবি জানিয়েছে, ‘রমজানের পবিত্র  চেতনাকে সমুন্নত রাখতে এমিরেটস ক্রিকেট বোর্ড চ্যাম্পিয়নস ট্রফিতে দুবাইয়ে বাকি ম্যাচগুলোয় রোজাদার দর্শকের জন্য বিশেষ ইফতারি বক্স সরবরাহ করা হবে।’

তারা আরও বলেছে, ‘আগামী ২ মার্চ ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। ঐ ম্যাচ দিয়ে দর্শকদের ইফতার দেওয়া শুরু করবে ইসিবি। স্টেডিয়ামের হসপিটালিটি বক্সের বাইরে সব জায়গায় রোজা ভাঙার সময় হওয়ার আগে ইফতারি বক্স সরবরাহ করা হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
একমাত্র মেয়ের সুন্দর ভবিষ্যৎ চান শহীদ জাকিরের স্ত্রী সালমা
শিশুর বামনত্ব : চ্যালেঞ্জ ও মোকাবিলার উপায়
শহীদ জাহাঙ্গীরের স্মৃতি বুকে নিয়ে দিন কাটে মেয়ের সিনথিয়া
স্বপ্ন-সাধ তুচ্ছ করে দেশের জন্য জীবন দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন শহীদ শ্রাবণ
দিনাজপুরে ভবেশের মৃত্যুর ঘটনায় ভারতের দেয়া বক্তব্যকে প্রত্যাখ্যান করলো বাংলাদেশ
গাজীপুর সাফারী পার্ক থেকে বিপন্ন বন্যপ্রাণী লেমুর চুরির ঘটনায় একজন গ্রেফতার 
সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন করতে গেলে আলাদা বেতন কাঠামো প্রয়োজন : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বিএনপির অভিনন্দন
ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ডিএমপিতে দুই দিনে ২ হাজার ৭৯৭ মামলা 
আলেম-ওলামাগণ সামাজিক শক্তির উৎস : ধর্ম উপদেষ্টা
১০