সেমিফাইনালে অনিশ্চিত শর্ট

বাসস
প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ১৬:৪৬
ছবি : সংগৃহীত


ঢাকা, ১ মার্চ ২০২৫ (বাসস) : পায়ের পেশির ইনজুরির কারণে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে অনিশ্চিত অস্ট্রেলিয়ার ওপেনার ম্যাথু শর্ট। গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার শেষ ম্যাচে ইনজুরিতে পড়েন শর্ট। সেমিফাইনালের আগে শর্টের সুস্থ হবার সম্ভাবনা ক্ষীণ বলে জানিয়েছেন অসি অধিনায়ক স্টিভেন স্মিথ।

আফগানিস্তান ইনিংসে ইনজুরিতে পড়েন শর্ট। তারপরও ট্রাভিস হেডের সাথে ইনিংস শুরু করেন তিনি। কিন্তু দৌড়ে রান নিতে সমস্যা হচ্ছিল শর্টের। ১৫ বলে ২০ রান করে আউট হন তিনি।

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে স্মিথ বলেন, ‘শর্টের সমস্যা হচ্ছে। স্বাভাবিকভাবে খেলতে পারছে না। পরের ম্যাচের আগে সুস্থ হওয়া কঠিন হবে বলেই মনে হচ্ছে।’

সেমিফাইনালে শর্ট খেলতে না পারলে একাদশে সুযোগ পেতে পারেন ব্যাটার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক বা অলরাউন্ডার অ্যারন হার্ডি।

মিচেল মার্শের ইনজুরিতে অস্ট্রেলিয়া দলে সুযোগ পেয়েনে ম্যাকগার্ক। ৭ ওয়ানডেতে ৯৮ রান করেছেন তিনি। ১৩ ওয়ানডেতে ১৬৬ রান ও ১০ উইকেট শিকার করেছেন হার্ডি।

৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। সেমিফাইনালে ভারত বা নিউজিল্যান্ডকে প্রতিপক্ষ হিসেবে পাবে অসিরা।

গ্রুপ শীর্ষে থেকে সেমিফাইনালে গেলে ‘এ’ গ্রুপের রানার্স-আপ দলের বিপক্ষে খেলবে অস্ট্রেলিয়া।

আগামী ৪ মার্চ প্রথম ও ৫ মার্চ দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপির তেজগাঁও বিভাগ বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেফতার করেছে
তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, লক্ষাধিক টাকা জরিমানা
জামায়াত নেতৃবৃন্দের সাথে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
মেহেরপুরের গাংনী সীমান্তে নারী-শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর করেছে বিএসএফ
লিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না : তারেক রহমান
৩০০ বছর পুরনো বেহালা বাজবে যুক্তরাজ্যের সঙ্গীত উৎসবে
পেইন্টিং ও জাদুঘরের শিল্পবস্তু রিস্টোরেশনে দক্ষতা বৃদ্ধিতে ৩৫ জন প্রশিক্ষণার্থী চীন যাচ্ছেন
গাজায় বাস্তুচ্যুতদের তাঁবু বহনে ইসরাইলি বাধার নিন্দা জাতিসংঘের
সিলেট বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগে ৫ জনের সাজা
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
১০