এক দশকের মধ্যে আফগানিস্তান আইসিসি ট্রফি জিততে পারে : স্টেইন

বাসস
প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ১৯:৩৪
এক দশকের মধ্যে আফগানিস্তান আইসিসি ট্রফি জিততে পারে বলে মন্তব্য করেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার ডেল স্টেইন -ছবি : সংগৃহীত

ঢাকা, ১ মার্চ ২০২৫ (বাসস) : চলমান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বে ইংল্যান্ডকে হারিয়ে বড় চমক দেখায় আফগানিস্তান। এরপর অস্ট্রেলিয়ার সাথে বৃষ্টি কারণে পরিত্যক্ত ম্যাচ থেকে ১ পয়েন্ট পাওয়ায় সেমিফাইনালে দৌড়ে টিকে থাকে আফগানরা। আইসিসি ইভেন্টে সর্বশেষ কয়েক আসরে ধারাবাহিক পারফরমেন্স করেছে রশিদ-নবিরা। যে কারণেই ভবিষ্যতে আফগানিস্তানের হাতে আইসিসি ট্রফি দেখছেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার ডেল স্টেইন। 

ক্রিকেটীয় ওয়েবসাইট ক্রিকইনফোর সাথে আলাপকালে স্টেইন বলেন, ‘আফগানিস্তানের অনেক খেলোয়াড় বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ক্রিকেট খেলে থাকেন, যা তাদের জন্য দারুণ ব্যাপার। আর্থিকভাবে লাভবান হবার সাথে এটি শেখার জন্যও ভাল। কিন্তু চার দিনের ক্রিকেট থেকেও শেখার আছে। ওয়ানডে ক্রিকেট মূলত টেস্ট ম্যাচের সংক্ষিপ্ত রূপ। ধৈর্য্য অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, যা আফগানিস্তান খেলোয়াড়দের শিখতে হবে। একবার ধৈর্য্য ধরা শিখতে পারলে সত্যি বলতে কি পরের দশকে আইসিসি ট্রফি জিততে পারে আফগানরা।’

তিনি আরও বলেন, ‘আগের দিনে অনেক খেলোয়াড় তাদের দক্ষতা এবং ধৈর্য্য বাড়ানোর জন্য কাউন্টি ক্রিকেট বা প্রথম শ্রেণীর ক্রিকেট খেলতেন। কিন্তু এখনকার সময়ে অনেকেই ধৈর্য্য ধরতে পারে না। আমরা ইনস্টাগ্রাম স্টোরিতে দুই সেকেন্ডের বেশি কিছু দেখি না। আমার মনে হয় আফগানিস্তান খেলোয়াড়রাও ক্রিকেট খেলার সময় একই রকম আচরণ করে।’

মাঠে নেমেই ফগানিস্তানের ক্রিকেটাররা সব কিছু দ্রুত করতে চায় উল্লেখ করে  স্টেইন বলেন, ‘তারা সব কিছু খুব দ্রুত করতে চায়। এই ডেলিভারিতেই উইকেট নিতে চায়, উইকেট নেওয়ার জন্য ধৈর্য্য ধারণের  মানসিকতা নেই। কখনও-কখনও ব্যাটাররা একই রকম আচরণ করে। প্রথম ওভারেইা ছক্কা মারার চেষ্টা করে এবং খেলাকে দ্রুত এগিয়ে নিতে চায়।’

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালের দ্বারপ্রান্তে গিয়ে ছিটকে পড়ে আফগানিস্তান। পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলে আফগানরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপির তেজগাঁও বিভাগ বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেফতার করেছে
তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, লক্ষাধিক টাকা জরিমানা
জামায়াত নেতৃবৃন্দের সাথে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
মেহেরপুরের গাংনী সীমান্তে নারী-শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর করেছে বিএসএফ
লিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না : তারেক রহমান
৩০০ বছর পুরনো বেহালা বাজবে যুক্তরাজ্যের সঙ্গীত উৎসবে
পেইন্টিং ও জাদুঘরের শিল্পবস্তু রিস্টোরেশনে দক্ষতা বৃদ্ধিতে ৩৫ জন প্রশিক্ষণার্থী চীন যাচ্ছেন
গাজায় বাস্তুচ্যুতদের তাঁবু বহনে ইসরাইলি বাধার নিন্দা জাতিসংঘের
সিলেট বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগে ৫ জনের সাজা
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
১০