বিশ্ব সেরা হতে চান ক্লাসেন

বাসস
প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ১৭:১৭ আপডেট: : ০২ মার্চ ২০২৫, ১৯:০৭
হেনরিচ ক্লাসেন - ছবি : সংগৃহীত

ঢাকা, ২ মার্চ ২০২৫ (বাসস) : ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন দক্ষিণ আফ্রিকার হেনরিচ ক্লাসেন। ওয়ানডেতে টানা পাঁচ হাফ সেঞ্চুরির ইনিংস খেলেছেন তিনি। গতরাতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ১১তম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৫৬ বলে ৬৪ রান করেন তিনি। এর আগে নিজের সর্বশেষ চার ইনিংসেও হাফ-সেঞ্চুরি করেন  ক্লাসেন।

ইংল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটে জয়ের পর ক্লাসেন বলেন, ‘বিশ্বের সেরা ক্রিকেটার’ হিসেবে নিজেকে প্রমাণ করতে চান তিনি।

স্কাই স্পোর্টসের সাথে আলাপকালে ৩৩ বছর বয়সী ক্লাসেন বলেন, ‘এই সফরে রব ওয়াল্টারের (প্রধান কোচ) সাথে আলোচনায় নিজেকে নিয়ে চ্যালেঞ্জ দিয়েছিলাম। সেটি হল- আমি বিশ্বের সেরা হতে চাই।’

তিনি আরও বলেন, ‘আমি ম্যাচ পরিস্থিতি ভালোভাবে বুঝতে পারি এবং যতক্ষণ সম্ভব মাটি কামড়ানো  শট খেলতে পারি, ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচেও করেছি। আমার ইনিংসে আমি সন্তুষ্ট। আমার কৌশলের ওপর আস্থা রেখেই রান করেছি।’

ক্লাসেনের আগের চারটি হাফ-সেঞ্চুরির ইনিংস ছিল যথাক্রমে ৮৬, ৯৭, ৮১, ৮৭ ও ৬৪ রানের। কনুইর ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে পারেননি তিনি। দক্ষিণ আফ্রিকার তৃতীয় ক্রিকেটার হিসেবে টানা পাঁচ ওয়ানডেতে হাফ-সেঞ্চুরি করেন ক্লাসেন। এর আগে কুইন্টন ডি কক দু’বার এবং জন্টি রোডস একবার এমন কীর্তি গড়েছেন।

ব্যাট হাতে নিজের পারফরমেন্সে খুশি ক্লাসেন। তিনি বলেন, ‘ এই মুহূর্তে আমি আমার পারফরমেন্স  নিয়ে  খুশি এবং আমার খেলাটা বেশ ভালোভাবে বুঝতে পারছি। নেটে সব পেসারদের বিপক্ষে খেলি না। আমি কয়েকটি ড্রিল করি এবং কিছু স্পিন মোকাবেলা করি। এই মুহূর্তে, আমি ব্যাটের মাঝে খেলতে পারছি। এটাই আমার প্রধান কৌশল। যতক্ষণ পর্যন্ত আমার কৌশল ভালো, আমি বেশ খুশি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
একমাত্র মেয়ের সুন্দর ভবিষ্যৎ চান শহীদ জাকিরের স্ত্রী সালমা
শিশুর বামনত্ব : চ্যালেঞ্জ ও মোকাবিলার উপায়
শহীদ জাহাঙ্গীরের স্মৃতি বুকে নিয়ে দিন কাটে মেয়ে সিনথিয়ার
স্বপ্ন-সাধ তুচ্ছ করে দেশের জন্য জীবন দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন শহীদ শ্রাবণ
দিনাজপুরে ভবেশের মৃত্যুর ঘটনায় ভারতের দেয়া বক্তব্যকে প্রত্যাখ্যান করলো বাংলাদেশ
গাজীপুর সাফারী পার্ক থেকে বিপন্ন বন্যপ্রাণী লেমুর চুরির ঘটনায় একজন গ্রেফতার 
সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন করতে গেলে আলাদা বেতন কাঠামো প্রয়োজন : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বিএনপির অভিনন্দন
ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ডিএমপিতে দুই দিনে ২ হাজার ৭৯৭ মামলা 
আলেম-ওলামাগণ সামাজিক শক্তির উৎস : ধর্ম উপদেষ্টা
১০