ফাইনালে উঠার লড়াইয়ে কাল মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া

বাসস
প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১৭:৫৬

ঢাকা, ৩ মার্চ ২০২৫ (বাসস) : আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের ফাইনালে ওঠার লড়াইয়ে আগামীকাল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। টানা তৃতীয়বারের মত ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামবে টিম ইন্ডিয়া। অন্যদিকে, ১৬ বছর পর ফাইনালে উঠার স্বপ্ন অস্ট্রেলিয়ার।  

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম সেমিফাইনাল।

‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এবারের আসরের সেমিফাইনালে ওঠে ভারত। গ্রুপ পর্বে তিন ম্যাচের সবগুলোতেই জয় পায় টিম ইন্ডিয়া। বাংলাদেশ ও পাকিস্তানকে ৬ উইকেটে এবং নিউজিল্যান্ডকে ৪৪ রানে হারায় তারা। 

গতকাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৪৯ রান করে ভারত। এরপর স্পিনার বরুণ চক্রবর্তীর ঘূর্ণিতে ২০৫ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমে ৪২ রানে ৫ উইকেট নেন বরুণ। 

পেসার জসপ্রিত বুমরাহর ইনজুরিতে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ পেয়েছিলেন বরুণ। হর্ষিত রানার জায়গায় এবারের আসরে প্রথম খেলতে নেমেই বল হাতে চমক দেখালেন তিনি। তাই সেমিফাইনালের আগে ভারতীয় টিম ম্যানেজমেন্টের চিন্তা বাড়িয়ে দিয়েছেন বরুণ। সেমিতে বরুণ না-কি রানা খেলবেন, এই নিয়ে ভারত যে চিন্তায় পড়েছে সেটি স্বীকার করেছেন অধিনায়ক রোহিত শর্মা। 

তিনি বলেন, ‘বরুণ অন্য ধরনের বোলার। আমরা দেখতে চেয়েছিলাম সে কেমন বল করে। খুবই ভাল বল করেছে সে। সে নিজের মতো করে বোলিং করলে তাকে খেলা খুব কঠিন। পরের ম্যাচের জন্য একাদশ সাজাতে আমাদের বাড়তি সময় দিতে হবে।’

২০২৩ সালে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের। আবারও ওয়ানডে ফরম্যাটের টুর্নামেন্টে নক-আউট পর্বে ভারতের সামনে অস্ট্রেলিয়া। এ ব্যাপারে রোহিত বলেন, ‘আইসিসি ইভেন্টে  অস্ট্রেলিয়া সবসময় ভাল খেলে। খুব ভাল ম্যাচ হবে। আমাদের ভুল থেকে শিক্ষা নিতে হবে। আমাদের নিজেদের কাজ ঠিকভাবে করতে হবে। আশা করি এবার ফল আমাদের পক্ষে হবে।’

২০১৩ ও ২০১৭ সালে  আসরের ফাইনাল খেলেছে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে প্রথম দল হিসেবে টানা তৃতীয় ফাইনাল খেলার সেরা সুযোগ টিম ইন্ডিয়ার সামনে। 

ইংল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটে জয় দিয়ে আসর শুরু করেছিলো অস্ট্রেলিয়া। তবে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের বিপক্ষে পরের দুই ম্যাচে বৃষ্টির জন্য পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে  অস্ট্রেলিয়াকে।

ফলে ‘বি’ গ্রুপ রানার্স-আপ হয়ে সেমিফাইনাল নিশ্চিত করে স্টিভেন স্মিথের দল।

সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে ভারতকে পেয়ে সতর্ক ২০০৯ সালে সর্বশেষ ফাইনাল খেলা অস্ট্রেলিয়া। অধিনায়ক স্মিথের মতে, কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা  করতে হবে দলকে।

স্মিথ বলেন, ‘বিশ্ব ক্রিকেট অন্যতম সেরা এক দল ভারত। গত ৮-১০ বছর ধরে আইসিসি ইভেন্টে সেরা চারে জায়গা করে নেয় তারা। এবার গ্রুপ পর্বে তিন ম্যাচেই অসাধারণ ক্রিকেট খেলেছে রোহিতের দল। এমন দলের বিপক্ষে সাফল্য পেতে হলে সেরা ক্রিকেট খেলা ছাড়া অন্য কোন উপায় নেই। আমি আশাবাদি সতীর্থরা তাদের সেরাটা উজার করে দিবে এবং ফাইনালের টিকিট নিশ্চিত করবে।’

এখন পর্যন্ত ওয়ানডেতে ১৫১ম্যাচে  মুখোমুখি হয়েছে ভারত-অস্ট্রেলিয়া। এরমধ্যে অস্ট্রেলিয়ার জয় ৮৪ ম্যাচ। ভারত জিতেছে ৫৭বার। ১০ ম্যাচ পরিত্যক্ত হয়।

এছাড়া দীর্ঘ ১৬ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়ার। ২০০৯ সালে সর্বশেষ মুখোমুখি হয়েছিল দু’দল।

ভারত দল : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, ঋষভ পান্ত, হার্ডিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হার্ষিত রানা, মোহাম্মদ সামি, আর্শদীপ সিং, রবীন্দ্র জাদেজা ও বরুণ চক্রবর্তী।

অস্ট্রেলিয়া দল : স্টিভেন স্মিথ (অধিনায়ক), সিন অ্যাবট, অ্যালেক্স ক্যারি, বেন ডোয়ার্শিস, নাথান এলিস, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, তানভীর সাঙ্গা, কুপার কোনোলি ও এডাম জাম্পা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আসামি গ্রেফতারে অনুমতির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট
সাবেক প্রতিমন্ত্রী বিপুর ব্যাংক হিসাব অবরুদ্ধ, গাড়ি-এ্যাপার্টমেন্ট জব্দ
ব্যাংককে ভবনধস: সংশ্লিষ্ট কোম্পানির চীনা নির্বাহী গ্রেফতার
দিনমজুর থেকে ফল ব্যবসায়ী : সততা আর শ্রম দিয়ে মোখলেছ আজ স্বাবলম্বী
ট্রাম্পের আমলে অতি ধনী ও টেক জায়ান্টদের ওপর কর আরোপ থেমে গেছে
মার্কিন শুল্কনীতির কারণে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাতে পারে আইএমএফ: ব্লুমবার্গ
কুমিল্লায় আলুর ন্যায্য মূল্য নিয়ে বিপাকে কৃষকরা 
পুতিনের ইস্টার যুদ্ধবিরতির মধ্যেও রুশ হামলা অব্যাহত: জেলেনস্কি
গাজা সহায়তা নিয়ে হামাস নেতাদের সাথে তুরস্কের গোয়েন্দা প্রধানের বৈঠক
বর্ষা আসলেই বাঁধ ভাঙে, শঙ্কায় তিস্তা পারের মানুষ, দ্রুত বেড়িবাঁধ সংস্কারের দাবি রংপুরবাসীর
১০