ঢাকা, ৩ মার্চ ২০২৫ (বাসস) : রিয়াল সোসিয়েদাদকে উড়িয়ে দিয়ে স্প্যানিশ ফুটবল লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে বার্সেলোনা।
গতরাতে ২৬তম রাউন্ডের ম্যাচে বার্সেলোনা ৪-০ গোলে হারিয়েছে সোসিয়াদকে। এই জয়ে ২৬ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে এককভাবে টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা। সমানসংখ্যক ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে অ্যাথলেটিকো মাদ্রিদ। ২৬ ম্যাচ শেষে ৫৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে আছে রিয়াল মাদ্রিদ।
লা লিগার প্রথম পর্বে সোসিয়েদাদের মাঠে ১-০ গোলে হেরেছিল বার্সেলোনা। ফিরতি পর্বে ঘরের মাঠে প্রতিশোধ নেওয়ার পালা ছিল বার্সার।
অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের ১৭ মিনিটে দশ জনের দলে পরিণত হয় সোসিয়েদাদ। বার্সেলোনার ডানি ওলমোকে টেনে ফেলে দেওয়ার কারণে লাল কার্ড দেখেন সোসিয়েদাদের ডিফেন্ডার আরিতস এলুসতোন্দো।
এরপর আক্রমণের ধার বাড়িয়ে ২৫ মিনিটে প্রথম গোল করে বার্সেলোনা। ওলমোর পাস থেকে গোল করেন জেরার্ড মার্টিন।
ব্যবধান দ্বিগুন করতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বার্সেলোনাকে। ২৯ মিনিট ব্যবধান দ্বিগুণ করেন মার্ক কাসাডো। কর্নার থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে দারুণ শট গোল করেন তিনি।
২-০ গোলে এগিয়ে থেকে ম্যাচের বিরতিতে যায় বার্সেলোনা। দ্বিতীয়ার্ধের পর আরও দুই গোল আদায় করে নেয় তারা।
৫৬ মিনিটে রবার্ট লিওয়ানদোস্কির হেড সোসিয়েদাদের গোলরক্ষক ফিরিয়ে দিলে ফিরতি বল হেডে বল জালে পাঠান রোনাল্ড আরাউহো।
চার মিনিট পর বার্সেলোনাকে চতুর্থ গোল এনে দেন লিওয়ানদোস্কি। আরাউহোর পাস থেকে বল নিয়ে গোল করেন লিওয়ানদোস্কি।
৪-০ গোলের লিড শেষ পর্যন্ত ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। সোসিয়েদাদের বিপক্ষে বড় জয়ের পর দলের পারফরমেন্সের বার্সার কোচ হান্সি ফ্লিক তিনি বলেন, ‘এভাবেই খেলতে চাই আমরা।
আমার পরিকল্পনায় সবসময় পাস, আক্রমণ এবং আগ্রাসী মনোভাব থাকে। দলের সবার মধ্যে গোল করার ক্ষুধা আছে । ছেলেদের এমন মানসিকতা থাকা দারুণ ব্যাপার। এ ম্যাচে আমরা সঠিক পজিশনে ছিলাম সবাই। এটা আমাদেরকে অনেক সহায়তা করে। তিন পয়েন্টের চেয়েও গোলের ক্ষুধা থাকায় সবাই অনেক বেশি খুশি।’[