স্মিথ-ক্যারির হাফ সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২৬৪ রান

বাসস
প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ২০:০৯ আপডেট: : ০৪ মার্চ ২০২৫, ২০:১৭

ঢাকা, ৪ মার্চ ২০২৫ (বাসস) : অধিনায়ক স্টিভেন স্মিথ ও অ্যালেক্স ক্যারির জোড়া হাফ-সেঞ্চুরিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নবম আসরের প্রথম সেমিফাইনালে ভারতের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৪৯ দশমিক ৩ ওভারে ২৬৪ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। 

দুবাইয়ে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারে উদ্বোধনী বিচ্ছিন্ন হবার পর পর দ্বিতীয় উইকেটে ৩২ বলে ৫০ রানের জুটি গড়েন অস্ট্রেলিয়ার ওপেনার ট্রাভিস হেড ও স্মিথ। ৫টি চার ও ২টি ছক্কায় ৩৩ বলে ৩৯ রানে থামেন হেড।

এরপর মার্নাস লাবুশেনের সাথে ৫৬ রান যোগ করেন স্মিথ। জুটিতে ২৯ রান করে আউট হন লাবুশেন। উইকেটরক্ষক জশ ইংলিশ ১১ রানে বিদায়ের পর ক্যারির সাথে ৫৪ রানের জুটি গড়েন স্মিথ। 

ওয়ানডেতে ৩৫তম হাফ-সেঞ্চুরির ইনিংস খেলে ৭৩ রানে আউট হন স্মিথ। ৯৬ বল ৪টি চার ও ১টি ছক্কা হাকান তিনি। 

দলীয় ১৯৮ রানে স্মিথ ফেরার পর অস্ট্রেলিয়ার রানের চাকা ঘুড়িয়েছেন ক্যারি। ওয়ানডেতে ১২তম হাফ-সেঞ্চুরি তুলে দলীয় ২৪৯ রানে থামেন তিনি। ৫৭ বলে ৮টি চার ও ১টি ছক্কায় ৬১ রান করেন এই বাঁ-হাতি ব্যাটার। 

শেষ দিকে বেন ডোয়ার্শিসের ১৯ ও নাথান এলিসের ১০ রানের কণ্যাণে সব উইকেট হারিয়ে ২৬৪ রান করে অস্ট্রেলিয়া। 

ভারতের মোহাম্মদ সামি ৩টি, বরুণ চক্রবর্তী ও রবীন্দ্র জাদেজা ২টি করে উইকেট নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপির তেজগাঁও বিভাগ বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেফতার করেছে
তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, লক্ষাধিক টাকা জরিমানা
জামায়াত নেতৃবৃন্দের সাথে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
মেহেরপুরের গাংনী সীমান্তে নারী-শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর করেছে বিএসএফ
লিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না : তারেক রহমান
৩০০ বছর পুরনো বেহালা বাজবে যুক্তরাজ্যের সঙ্গীত উৎসবে
পেইন্টিং ও জাদুঘরের শিল্পবস্তু রিস্টোরেশনে দক্ষতা বৃদ্ধিতে ৩৫ জন প্রশিক্ষণার্থী চীন যাচ্ছেন
গাজায় বাস্তুচ্যুতদের তাঁবু বহনে ইসরাইলি বাধার নিন্দা জাতিসংঘের
সিলেট বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগে ৫ জনের সাজা
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
১০