ওয়ানডে ক্রিকেট থেকে স্মিথের অবসর

বাসস
প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ১৮:৫৮ আপডেট: : ০৫ মার্চ ২০২৫, ১৯:০৬
অস্ট্রেলিয়ার ব্যাটার স্টিভেন স্মিথ -ছবি : সংগৃহীত

ঢাকা, ৫ মার্চ ২০২৫ (বাসস) : আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের কাছে হারের পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন অস্ট্রেলিয়ার ব্যাটার স্টিভেন স্মিথ। আজ ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) পক্ষ থেকে একথা জানানো হয়েছে।’

নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সের অনুপস্থিতিতে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেন ৩৫ বছর বয়সী স্মিথ। তবে ওয়ানডে থেকে অবসর নিলেও  টেস্ট এবং টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন এ তারকা ব্যাটার।

গতরাতে দুবাইয়ে ভারতের কাছে ৪ উইকেট হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় অস্ট্রেলিয়া। ম্যাচ শেষে অবসরের সিদ্ধান্তের কথা সতীর্থদের জানান স্মিথ। ম্যাচে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন তিনি।

সিএ’র দেওয়া এক বিবৃতিতে স্মিথ বলেন, ‘এটি একটি দারুণ যাত্রা ছিল এবং আমি প্রতিটি মিনিট উপভোগ করেছি।’

২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লেগ-স্পিন অলরাউন্ডার হিসেবে অভিষেকের পর দেশের হয়ে ১৭০টি ওয়ানডে খেলেছেন স্মিথ। ব্যাট হাতে ১২ সেঞ্চুরি এবং ৩৫ হাফ-সেঞ্চুরিতে ৪৩ দশমিক ২৮ গড়ে ৫,৮০০ রান করেছেন তিনি।

২০১৫ এবং ২০২৩ ওয়ানডে বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য থাকা স্মিথ বলেন, ‘অসাধারণ সময় এবং অসাধারণ কিছু স্মৃতি আছে। চমৎকার সব সতীর্থকে সঙ্গী করে দু’টি বিশ্বকাপ জয় করা ছিল সবচেয়ে উল্লেখযোগ্য।’

তিরি আরও বলেন, ‘২০২৭ সালের বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দেওয়ার উপযুক্ত সুযোগ এখনই। তাই আমার মনে হয়েছে নতুনদের জায়গা করে দেওয়ার এটাই সঠিক সময় ।’

এখনো লম্বা সময়র টেস্ট ক্রিকেট খেলতে চান স্মিথ। তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেটকে আমি সব সময়ই প্রাধান্য দিয়ে আসছি। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, এরপর ওয়েস্ট ইন্ডিজ সফর ও পরে দেশে মাঠে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে মুখিয়ে আছি। আমার বিশ্বাস লংগার ভার্সনে দেওয়ার মতো এখনো অনেক কিছুই আমার মধ্যে আছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাবেক প্রতিমন্ত্রী বিপুর ব্যাংক হিসাব অবরুদ্ধ, গাড়ি-এ্যাপার্টমেন্ট জব্দ
ব্যাংককে ভবনধস: সংশ্লিষ্ট কোম্পানির চীনা নির্বাহী গ্রেফতার
দিনমজুর থেকে ফল ব্যবসায়ী : সততা আর শ্রম দিয়ে মোখলেছ আজ স্বাবলম্বী
ট্রাম্পের আমলে অতি ধনী ও টেক জায়ান্টদের ওপর কর আরোপ থেমে গেছে
মার্কিন শুল্কনীতির কারণে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাতে পারে আইএমএফ: ব্লুমবার্গ
কুমিল্লায় আলুর ন্যায্য মূল্য নিয়ে বিপাকে কৃষকরা 
পুতিনের ইস্টার যুদ্ধবিরতির মধ্যেও রুশ হামলা অব্যাহত: জেলেনস্কি
গাজা সহায়তা নিয়ে হামাস নেতাদের সাথে তুরস্কের গোয়েন্দা প্রধানের বৈঠক
বর্ষা আসলেই বাঁধ ভাঙে, শঙ্কায় তিস্তা পারের মানুষ, দ্রুত বেড়িবাঁধ সংস্কারের দাবি রংপুরবাসীর
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন দুই বিচারপতিকে সংবর্ধনা
১০