মুশফিকের প্রতি বিসিবির কৃতজ্ঞতা

বাসস
প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ১৮:৩৬

ঢাকা, ৬ মার্চ ২০২৫ (বাসস) : একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দেশের হয়ে অসামান্য অবদান রাখা মুশফিকুর রহিমের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের সর্বোচ্চ ক্রীড়া সংস্থাটির পক্ষ থেকে এক বিবৃতিতে  আজ একথা বলা হয়েছে। 

দুই দশকের দীর্ঘ যাত্রার পর গতরাতে ওয়ানডে থেকে অবসর নেন মুশফিকুর।

২০২২ সালে টি-টোয়েন্টি থেকে অবসর নেন মুশফিক। তবে টেস্টে খেলা চালিয়ে যাবেন তিনি।

সংবাদ বিজ্ঞপ্তিতে মুশফিকের অসামান্য নিবেদন, পেশাদারিত্ব ও দৃঢ় মানসিকতার প্রশংসা করেছে বিসিবি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ব্যাট হাতে এবং উইকেটের পিছনে তার পারফরমেন্স দেশের ক্রিকেটের অগ্রগতির জন্য বড় অবদান রেখেছে।

বিবৃতিতে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘মুশফিকুর রহিমের কর্মনীতি, স্থিতিস্থাপকতা এবং দৃঢ় সংকল্প এমন উদাহরণ আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

বিসিবি প্রধান আরও বলেন, বাংলাদেশের সেরা ওয়ানডে মুহূর্তগুলোর কথা বলতে গেলে তার নাম সবসময় উঠে আসবে। তিনি বলেন, ‘১৯ বছর ধরে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট খেলা এক অসাধারণ কীর্তি। এটি তার ধারাবাহিকতা ও মানসিক শক্তিরই প্রমাণ। আমি নিশ্চিত, ক্রিকেটের জন্য মুশফিকের এখনও অনেক কিছু দেওয়ার আছে এবং আমরা আশা করি তিনি মাঠে ও মাঠের বাইরে আরও অনেক অবদান রাখবেন।’

বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ ২৭৪ ম্যাচ খেলেছেন মুশফিক। দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৭ হাজার ৭৯৫ রান করেছেন তিনি।

ওয়ানডেতে বাংলাদেশকে ৩৭ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মুশফিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপির তেজগাঁও বিভাগ বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেফতার করেছে
তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, লক্ষাধিক টাকা জরিমানা
জামায়াত নেতৃবৃন্দের সাথে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
মেহেরপুরের গাংনী সীমান্তে নারী-শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর করেছে বিএসএফ
লিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না : তারেক রহমান
৩০০ বছর পুরনো বেহালা বাজবে যুক্তরাজ্যের সঙ্গীত উৎসবে
পেইন্টিং ও জাদুঘরের শিল্পবস্তু রিস্টোরেশনে দক্ষতা বৃদ্ধিতে ৩৫ জন প্রশিক্ষণার্থী চীন যাচ্ছেন
গাজায় বাস্তুচ্যুতদের তাঁবু বহনে ইসরাইলি বাধার নিন্দা জাতিসংঘের
সিলেট বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগে ৫ জনের সাজা
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
১০