ঢাকা, ৬ মার্চ ২০২৫ (বাসস) : মাহিদুল ইসলাম অঙ্কন ও তাওহিদ হৃদয়ের জোড়া হাফ-সেঞ্চুরিতে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) প্রথম জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মোহামেডান ৭ উইকেটে হারিয়ে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে। নিজেদের প্রথম ম্যাচে গুলশান ক্রিকেট ক্লাবের কাছে ১০৭ রানে হেরেছিল মোহামেডান।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৬০ রানে ৪ উইকেট হারায় রূপগঞ্জ। উপরের সারির কোন ব্যাটারই ব্যক্তিগত ২০ রানের কোটা স্পর্শ করতে পারেননি।
মিডল অর্ডারে অধিনায়ক আল আমিনের সর্বোচ্চ ৪১, তানবির হায়দারের ৩৭ ও আসাদুল্লাহ আল গালিবের ২৪ রানের উপর ভরে ৫০ ওভারে ৯ উইকেটে ২২২ রান করে রূপগঞ্জ।
মোহামেডানের এবাদত হোসেন-তাইজুুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ ২টি করে উইকেট নেন।
জবাবে অধিনায়ক তামিম ইকবাল ১৪, রনি তালুকদার ৩৬ ও চার নম্বরে নামা আরিফুল ইসলাম ১৫ রানে ফেরার পর দলের হাল ধরেন অঙ্কন ও হৃদয়।
চতুর্থ উইকেট অঙ্কন-হৃদয়ের অবিচ্ছিন্ন ১১৯ রানের জুটিতে ৭৩ বল বাকী থাকতে জয় নিশ্চিত করে মোহামেডান। ৫টি চার ও ২টি ছক্কায় অঙ্কন ৯৭ বলে ৮১ এবং হৃদয় ১১টি চার ও ১টি ছক্কায় ৪৭ বলে ৭৪ রানে অপরাজিত থাকেন।