ইমনের সেঞ্চুরিতে প্রথম জয় আবাহনীর

বাসস
প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ২১:২১

ঢাকা, ৬ মার্চ ২০২৫ (বাসস) : ওপেনার পারভেজ হোসেন ইমনের সেঞ্চুরিতে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) প্রথম জয়ের দেখা পেল আবাহনী লিমিটেড।

লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ আবাহনী ১৬২ রানের বড় ব্যবধানে হারিয়েছে গুলশান ক্রিকেট ক্লাবকে। নিজেদের প্রথম ম্যাচে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের কাছে ৬ উইকেটে হেরেছিল আবাহনী।

সাভার বিকেএসপির চার নম্বর মাঠে টস হেরে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৬ উইকেটে ৩২৩ রান করে আবাহনী।

ওপেনার হিসেবে নেমে ৯টি চার ও ৮টি ছক্কায় ১২৪ বলে ১২৬ রান করেন ইমন। লিস্ট ‘এ’ ক্রিকেটে পঞ্চম সেঞ্চুরি করেন  এই বাঁ-হাতি ওপেনার। 

তৃতীয় উইকেটে মোহাম্মদ মিথুনের সাথে ১৭১ রানের জুটি গড়েন ইমন। ৬টি চার ও ৩টি ছক্কায় ৬৫ বলে ৭২ রান করেন মিথুন।

শেষদিকে মোসাদ্দেক হোসেনের অপরাজিত ৩৫ এবং মাহফুজুর রহমান রাব্বির ১৪ বলে ২৮ রানের উপর ভরে বড় সংগ্রহ পায় আবাহনী।

গুলশানের আসাদুজ্জামান পায়েল ৩ উইকেট নেন।

৩২৪ রানের টার্গেটে খেলতে নেমে লড়াই করতে পারেনি গুলশান। আবাহনীর বোলারদের তোপে ২৯ দশমিক ৪ ওভারে ১৬১ রানে অলআউট হয় গুলশান। দলের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন খালিদ হাসান।

এছাড়া গুলশানের হয়ে খেলা জাতীয় দলের ওপেনার লিটন দাস ২১ বলে ১টি ছক্কায় ১৪ রান করেন।  

আবাহনীর হয়ে বাঁ-হাতি স্পিনার রকিবুল হাসান ৪টি এবং বাঁ-হাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরি ৩ উইকেট নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আসামি গ্রেফতারে অনুমতির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট
সাবেক প্রতিমন্ত্রী বিপুর ব্যাংক হিসাব অবরুদ্ধ, গাড়ি-এ্যাপার্টমেন্ট জব্দ
ব্যাংককে ভবনধস: সংশ্লিষ্ট কোম্পানির চীনা নির্বাহী গ্রেফতার
দিনমজুর থেকে ফল ব্যবসায়ী : সততা আর শ্রম দিয়ে মোখলেছ আজ স্বাবলম্বী
ট্রাম্পের আমলে অতি ধনী ও টেক জায়ান্টদের ওপর কর আরোপ থেমে গেছে
মার্কিন শুল্কনীতির কারণে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাতে পারে আইএমএফ: ব্লুমবার্গ
কুমিল্লায় আলুর ন্যায্য মূল্য নিয়ে বিপাকে কৃষকরা 
পুতিনের ইস্টার যুদ্ধবিরতির মধ্যেও রুশ হামলা অব্যাহত: জেলেনস্কি
গাজা সহায়তা নিয়ে হামাস নেতাদের সাথে তুরস্কের গোয়েন্দা প্রধানের বৈঠক
বর্ষা আসলেই বাঁধ ভাঙে, শঙ্কায় তিস্তা পারের মানুষ, দ্রুত বেড়িবাঁধ সংস্কারের দাবি রংপুরবাসীর
১০