১৭ মাস পর ব্রাজিল দলে ফিরলেন নেইমার

বাসস
প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ১৭:৫০

ঢাকা, ৭ মার্চ ২০২৫ (বাসস) : হাঁটুর ইনজুরি থেকে সুস্থ হয়ে দীর্ঘ ১৭ মাস পর ব্রাজিল ফুটবল দলে ফিরলেন নেইমার।

বিশ্বকাপ বাছাই পর্বে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে নেইমারকে নিয়েই ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল।

২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে হাঁটুতে চোট পান নেইমার। এরপর এক বছরের জন্য মাঠের বাইরে ছিটকে যান এই ফরোয়ার্ড।

২০২৩ সালে প্যারিস সেন্ট জার্মেই ছেড়ে (পিএসজি) সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দেন নেইমার। সৌদিতে দলের হয়ে সাত ম্যাচ খেলে ৩টি গোল করেন তিনি।

বিশ্বকাপ বাছাই পর্বে ১২ ম্যাচ শেষে পাঁচ জয়, ৪ হার ও তিন ড্র’তে ১৮ পয়েন্ট নিয়ে কনমেবলে টেবিলের পঞ্চম স্থানে আছে ব্রাজিল। ১২ ম্যাচে ৮ জয়, ৩ হার ও ১ ড্র’তে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে

আর্জেন্টিনা। টেবিলের শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপে খেলার টিকেট পাবে।

আগামী ২১ মার্চ কলম্বিয়ার বিপক্ষে এবং ২৬ মার্চ আর্জেন্টিনার বিপক্ষে খেলতে নামবে ব্রাজিল।

২৩ সদস্যের ব্রাজিল দল :

গোলরক্ষক : আলিসন, বেন্টো, এডারসন
ডিফেন্ডার: দানিলো, গুইলারমে আরানা, গাব্রিয়েল মাগালহায়েস, মারকুইনহোস, ওয়েসলি, ভ্যান্ডারসন, লিও ওরটিজ, মুরিলো।

মিডফিল্ডার : গারসন, ম্যাথেয়াস কুনহা , আন্দ্রে, ব্রুনো গুইমারায়েস, নেইমার, জোয়েলিন্টন।

ফরোয়ার্ড : এস্তেভাও, হোয়াও পেড্রো, রাফিনহা, রড্রিগো, সাভিনিয়ো, ভিনিসিয়াস জুনিয়র।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আসামি গ্রেফতারে অনুমতির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট
সাবেক প্রতিমন্ত্রী বিপুর ব্যাংক হিসাব অবরুদ্ধ, গাড়ি-এ্যাপার্টমেন্ট জব্দ
ব্যাংককে ভবনধস: সংশ্লিষ্ট কোম্পানির চীনা নির্বাহী গ্রেফতার
দিনমজুর থেকে ফল ব্যবসায়ী : সততা আর শ্রম দিয়ে মোখলেছ আজ স্বাবলম্বী
ট্রাম্পের আমলে অতি ধনী ও টেক জায়ান্টদের ওপর কর আরোপ থেমে গেছে
মার্কিন শুল্কনীতির কারণে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাতে পারে আইএমএফ: ব্লুমবার্গ
কুমিল্লায় আলুর ন্যায্য মূল্য নিয়ে বিপাকে কৃষকরা 
পুতিনের ইস্টার যুদ্ধবিরতির মধ্যেও রুশ হামলা অব্যাহত: জেলেনস্কি
গাজা সহায়তা নিয়ে হামাস নেতাদের সাথে তুরস্কের গোয়েন্দা প্রধানের বৈঠক
বর্ষা আসলেই বাঁধ ভাঙে, শঙ্কায় তিস্তা পারের মানুষ, দ্রুত বেড়িবাঁধ সংস্কারের দাবি রংপুরবাসীর
১০