ফাইনালে হেনরিকে পাওয়ার ব্যাপারে আশাবাদী নিউজিল্যান্ড

বাসস
প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ১৮:০২ আপডেট: : ০৭ মার্চ ২০২৫, ১৮:৪৩
ম্যাট হেনরি -ছবি : সংগৃহীত

ঢাকা, ৭ মার্চ ২০২৫ (বাসস) : আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচের  আগেই পেসার ম্যাট হেনরি কাঁধের ইনজুরি থেকে সেরে উঠবেন বলে আশাবাদী নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড।

আসরের দ্বিতীয় সেমিফাইনালে গত বুধবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে ক্যাচ নেওয়ার সময় ডান কাঁধে ব্যথা পান হেনরি। এরপর মাঠ ছেড়ে চলে যান। ড্রেসিংরুমে প্রাথমিক চিকিৎসা শেষে পুনরায় মাঠে আরও ২ ওভার বল করেন তিনি। ম্যাচে ৭ ওভারে ৪৩ রানে ২ উইকেট নেন হেনরি।

হেনরির ফাইনাল খেলার ব্যাপারে স্টিড বলেন, ‘কাঁধের ইনজুরি নিয়ে এখনও অস্বস্তিতে হেনরি। আমাদের দৃষ্টিকোণ থেকে ইতিবাচক দিক হল- সে মাঠে ফিরে বোলিং করছে।’

বল হাতে দারুণ ছন্দে থাকা হেনরি টুর্নামেন্টে এ পর্যন্ত  ৪ ম্যাচে সর্বোচ্চ  ১০ উইকেট শিকার করেছেন। গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ৪২ রানে ৫ উইকেট নেওয়া ডান-হাতি পেসার হেনরি ফাইনালেও নিউজিল্যান্ডের গুরুত্বপূর্ণ সদস্য।

স্টিড বলেন, ‘আমরা স্ক্যান করানোর পাশাপাশি তাকে নিয়ে আরও কাজ করেছি। এই ম্যাচে খেলার জন্য তাকে সব রকম সুযোগই দেওয়া হবে। কিন্তু এই মুহূর্তে তার অবস্থা অজানা। এখনও  সে কাঁধে কিছুটা ব্যথা অনুভব করছে। আশা করি সুস্থ হয়ে যাবে।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আসামি গ্রেফতারে অনুমতির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট
সাবেক প্রতিমন্ত্রী বিপুর ব্যাংক হিসাব অবরুদ্ধ, গাড়ি-এ্যাপার্টমেন্ট জব্দ
ব্যাংককে ভবনধস: সংশ্লিষ্ট কোম্পানির চীনা নির্বাহী গ্রেফতার
দিনমজুর থেকে ফল ব্যবসায়ী : সততা আর শ্রম দিয়ে মোখলেছ আজ স্বাবলম্বী
ট্রাম্পের আমলে অতি ধনী ও টেক জায়ান্টদের ওপর কর আরোপ থেমে গেছে
মার্কিন শুল্কনীতির কারণে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাতে পারে আইএমএফ: ব্লুমবার্গ
কুমিল্লায় আলুর ন্যায্য মূল্য নিয়ে বিপাকে কৃষকরা 
পুতিনের ইস্টার যুদ্ধবিরতির মধ্যেও রুশ হামলা অব্যাহত: জেলেনস্কি
গাজা সহায়তা নিয়ে হামাস নেতাদের সাথে তুরস্কের গোয়েন্দা প্রধানের বৈঠক
বর্ষা আসলেই বাঁধ ভাঙে, শঙ্কায় তিস্তা পারের মানুষ, দ্রুত বেড়িবাঁধ সংস্কারের দাবি রংপুরবাসীর
১০