ফাইনালে হেনরিকে পাওয়ার ব্যাপারে আশাবাদী নিউজিল্যান্ড

বাসস
প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ১৮:০২ আপডেট: : ০৭ মার্চ ২০২৫, ১৮:৪৩
ম্যাট হেনরি -ছবি : সংগৃহীত

ঢাকা, ৭ মার্চ ২০২৫ (বাসস) : আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচের  আগেই পেসার ম্যাট হেনরি কাঁধের ইনজুরি থেকে সেরে উঠবেন বলে আশাবাদী নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড।

আসরের দ্বিতীয় সেমিফাইনালে গত বুধবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে ক্যাচ নেওয়ার সময় ডান কাঁধে ব্যথা পান হেনরি। এরপর মাঠ ছেড়ে চলে যান। ড্রেসিংরুমে প্রাথমিক চিকিৎসা শেষে পুনরায় মাঠে আরও ২ ওভার বল করেন তিনি। ম্যাচে ৭ ওভারে ৪৩ রানে ২ উইকেট নেন হেনরি।

হেনরির ফাইনাল খেলার ব্যাপারে স্টিড বলেন, ‘কাঁধের ইনজুরি নিয়ে এখনও অস্বস্তিতে হেনরি। আমাদের দৃষ্টিকোণ থেকে ইতিবাচক দিক হল- সে মাঠে ফিরে বোলিং করছে।’

বল হাতে দারুণ ছন্দে থাকা হেনরি টুর্নামেন্টে এ পর্যন্ত  ৪ ম্যাচে সর্বোচ্চ  ১০ উইকেট শিকার করেছেন। গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ৪২ রানে ৫ উইকেট নেওয়া ডান-হাতি পেসার হেনরি ফাইনালেও নিউজিল্যান্ডের গুরুত্বপূর্ণ সদস্য।

স্টিড বলেন, ‘আমরা স্ক্যান করানোর পাশাপাশি তাকে নিয়ে আরও কাজ করেছি। এই ম্যাচে খেলার জন্য তাকে সব রকম সুযোগই দেওয়া হবে। কিন্তু এই মুহূর্তে তার অবস্থা অজানা। এখনও  সে কাঁধে কিছুটা ব্যথা অনুভব করছে। আশা করি সুস্থ হয়ে যাবে।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপির তেজগাঁও বিভাগ বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেফতার করেছে
তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, লক্ষাধিক টাকা জরিমানা
জামায়াত নেতৃবৃন্দের সাথে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
মেহেরপুরের গাংনী সীমান্তে নারী-শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর করেছে বিএসএফ
লিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না : তারেক রহমান
৩০০ বছর পুরনো বেহালা বাজবে যুক্তরাজ্যের সঙ্গীত উৎসবে
পেইন্টিং ও জাদুঘরের শিল্পবস্তু রিস্টোরেশনে দক্ষতা বৃদ্ধিতে ৩৫ জন প্রশিক্ষণার্থী চীন যাচ্ছেন
গাজায় বাস্তুচ্যুতদের তাঁবু বহনে ইসরাইলি বাধার নিন্দা জাতিসংঘের
সিলেট বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগে ৫ জনের সাজা
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
১০