ফেব্রুয়ারি মাসের সেরার দৌড়ে গিল-স্মিথ ও ফিলিপস

বাসস
প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ১৮:৩৭ আপডেট: : ০৭ মার্চ ২০২৫, ১৯:৪৭
ভারতের শুভমান গিল, অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ ও নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস - ছবি : সংগৃহীত

ঢাকা, ৭ মার্চ ২০২৫ (বাসস) : আইসিসি ফেব্রুয়ারি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়াডের্র দৌড়ে আছেন ভারতের শুভমান গিল, অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ ও নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস।

গত মাসের সেরার লড়াইয়ে থাকা পুরুষ ও নারী ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা আজ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
নারীদের সেরার লড়াইয়ে আছেন অস্ট্রেলিয়ার আলানা কিং, আনাবেল সাদারল্যান্ড ও থাইল্যান্ডের থিপাচা পুথাওং।

ফেব্রুয়ারি মাসে দু’টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে ৫ ইনিংসে ৪০৬ রান করেছেন ভারতের গিল। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জয়ে বড় অবদান রাখেন তিনি।

ইংলিশদের বিপক্ষে তিন ইনিংসে যথাক্রমে- ৮৭, ৬০ ও ১১২ রান করেছিলেন গিল।

এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বে বাংলাদেশের বিপক্ষে ১০১ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন গিল। পাকিস্তনের বিপক্ষে তার ব্যাট থেকে আসে ৪৬ রান।

গেল মাসে অস্ট্রেলিয়ার হয়ে ১টি টেস্ট ও ৪টি ওয়ানডে খেলেছেন স্মিথ। শ্রীলংকার বিপক্ষে টেস্টে ১৩১ রানের নান্দনিক ইনিংস খেলেন তিনি। তবে শ্রীলংকার বিপক্ষে দুই ওয়ানডে ও চ্যাম্পিয়ন্স ট্রফির দুই ম্যাচে ভালো করতে পারেননি স্মিথ। চার ইনিংসে ৬৫ রান করেন অস্ট্রেলিয়ার অধিনায়কের দায়িত্ব পালন করা স্মিথ। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল শেষে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেন তিনি।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তানের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলে নিউজিল্যান্ড। দলের শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন ফিলিপস। লাহোরে পাকিস্তানের বিপক্ষে ৭৪ বলে ১০৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।

এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিপক্ষে ৩৯ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস খেলেছেন ফিলিপস। তাই মাস সেরার দৌড়ে আছেন ফিলিপসও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপির তেজগাঁও বিভাগ বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেফতার করেছে
তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, লক্ষাধিক টাকা জরিমানা
জামায়াত নেতৃবৃন্দের সাথে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
মেহেরপুরের গাংনী সীমান্তে নারী-শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর করেছে বিএসএফ
লিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না : তারেক রহমান
৩০০ বছর পুরনো বেহালা বাজবে যুক্তরাজ্যের সঙ্গীত উৎসবে
পেইন্টিং ও জাদুঘরের শিল্পবস্তু রিস্টোরেশনে দক্ষতা বৃদ্ধিতে ৩৫ জন প্রশিক্ষণার্থী চীন যাচ্ছেন
গাজায় বাস্তুচ্যুতদের তাঁবু বহনে ইসরাইলি বাধার নিন্দা জাতিসংঘের
সিলেট বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগে ৫ জনের সাজা
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
১০