ইয়াসিরের ঝড়ো সেঞ্চুরিতে টানা দ্বিতীয় জয় ধানমন্ডির

বাসস
প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ১৯:৪৪

ঢাকা, ৭ মার্চ ২০২৫ (বাসস) : মিডল অর্ডার ব্যাটার ইয়াসির আলির ঝড়ো সেঞ্চুরিতে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ক্রিকেটে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে ধানমন্ডি স্পোর্টস ক্লাব।

লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ ধানমন্ডি ২৪ রানে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জকে।

সাভারে  বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৫৭ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ধানমন্ডি।

এরপর অধিনায়ক নুরুল হাসান, মঈন খান ও জিয়াউর রহমানের সাথে তিন জুটিতে ২৬৫ রান যোগ করে ধানমন্ডিকে বড় সংগ্রহ এনে দেন ইয়াসির। ৫০ ওভারে ৭ উইকেটে ৩৩২ রান করে ধানমন্ডি।

নুরুল ৩৩, মঈন ৬২ ও জিয়া ৪০ রানে আউট হন। ইনিংসের শেষ পর্যন্ত খেলে লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রায় ৬ বছর ও ৫৯ ইনিংস পর তৃতীয় সেঞ্চুরির দেখা পান  ইয়াসির। ৭টি করে চার-ছক্কায় ১২১ বলে ১৪৩ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন তিনি।

রূপগঞ্জের তানভীর ইসলাম ৩টি ও সৌম্য সরকার ২টি উইকেট নেন।

জবাবে ২৬ রানে ৩ উইকেট পতনে শুরুতেই চাপে পড়ে রূপগঞ্জ। চতুর্থ উইকেটে ১৭২ রান যোগ করে দলকে লড়াইয়ে ফেরান দুই ব্যাটার সাইফ হাসান ও আফিফ হোসেন।

সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে নার্ভাস নাইন্টিতে বিদায় নেন সাইফ ও আফিফ। ৮টি চার ও ৪টি ছক্কায় ১১২ বলে ৯৫ রান করেন সাইফ। ১০টি চার ও ১টি ছক্কায় ৯৬ বলে ৯৮ রান করেন আফিফ।

দলীয় ২২২ রানের মধ্যে সাইফ-আফিফের বিদায়ের পর হারের মুখে ছিটকে পড়ে রূপগঞ্জ। ২৬১ রানে নবম উইকেট হারায় তারা। তবে শেষ উইকেটে রূপগঞ্জের জয়ের সম্ভাবনা জাগান রেজাউর রহমান রাজা ও তানভীর। কিন্তু শেষ উইকেটে তাদের অবিচ্ছিন্ন ৪৭ রানের জুটিতেও হার এড়াতে পারেনি রূপগঞ্জ। ৫০ ওভারে ৯ উইকেটে ৩০৮ রান করে রূপগঞ্জ।

৫টি চার ও ২টি ছক্কায় রাজা ৩৯ বলে ৪৯ এবং তানভীর ১১ বলে ২০ রানে অপরাজিত থাকেন। ম্যাচ সেরা হন ইয়াসির। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপির তেজগাঁও বিভাগ বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেফতার করেছে
তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, লক্ষাধিক টাকা জরিমানা
জামায়াত নেতৃবৃন্দের সাথে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
মেহেরপুরের গাংনী সীমান্তে নারী-শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর করেছে বিএসএফ
লিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না : তারেক রহমান
৩০০ বছর পুরনো বেহালা বাজবে যুক্তরাজ্যের সঙ্গীত উৎসবে
পেইন্টিং ও জাদুঘরের শিল্পবস্তু রিস্টোরেশনে দক্ষতা বৃদ্ধিতে ৩৫ জন প্রশিক্ষণার্থী চীন যাচ্ছেন
গাজায় বাস্তুচ্যুতদের তাঁবু বহনে ইসরাইলি বাধার নিন্দা জাতিসংঘের
সিলেট বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগে ৫ জনের সাজা
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
১০