মাহফিজুল-মিজানুরের জোড়া সেঞ্চুরিতে প্রথম জয় ব্রাদার্সের

বাসস
প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ১৯:৪৫ আপডেট: : ০৭ মার্চ ২০২৫, ২০:১৪

ঢাকা, ৭ মার্চ ২০২৫ (বাসস) : দুই ব্যাটার মাহফিজুল ইসলাম ও মিজানুর রহমানের জোড়া সেঞ্চুরিতে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ক্রিকেটে  প্রথম জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন।

লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ ব্রাদার্স ৭ উইকেটে হারিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে।

সাভারে বিকেএসপির চার নম্বর মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪২ রানে ২ উইকেট হারায় শাইনপুকুর। এরপর মিডল অর্ডারে অনিক সরকার সেতু, রহিম আহমেদ ও অধিনায়ক রায়ান রহমানের ব্যাটিং দৃঢ়তায় ৫০ ওভারে ৯ উইকেটে ২৮৮ রান করে শাইনপুকুর।

সেতু ৪০, রহিম সর্বোচ্চ ৯৫ ও রায়ান ৪৭ রান করেন। ৯৬ বল খেলে ৫টি করে চার-ছক্কা মারেন রহিম। ব্রাদার্স ইউনিয়নের আল-আমিন হোসেন ৫০ রানে ৫ উইকেট নেন।

জবাবে দ্বিতীয় ওভারে উইকেট হারালেও মাহফিজুল ও মিজানুরের জোড়া সেঞ্চুরিতে জয়ের পথ সহজ হয় ব্রাদার্সের। দ্বিতীয় উইকেটে ২৬৩ রান যোগ করেন মাহফিজুল -মিজানুর।

৫টি চার ও ৪টি ছক্কায় ১২৭ বলে ১১৪ রান করেন মাহফিজুল। ১০টি চার ও ৫টি ছক্কায় ১২৯ বলে ১৩৬ রানে আহত অবসর নেন মিজানুর।

চতুর্থ উইকেটে অধিনায়ক মাইশুকুর ১৭ ও অলক কাপালি ৯ রানে অপরাজিত থেকে ব্রাদার্সের জয় নিশ্চিত করেন। ম্যাচের সেরা খেলোয়াড় হন মিজানুর।

শাইনপুকুরের রহিম ২ উইকেট নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপির তেজগাঁও বিভাগ বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেফতার করেছে
তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, লক্ষাধিক টাকা জরিমানা
জামায়াত নেতৃবৃন্দের সাথে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
মেহেরপুরের গাংনী সীমান্তে নারী-শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর করেছে বিএসএফ
লিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না : তারেক রহমান
৩০০ বছর পুরনো বেহালা বাজবে যুক্তরাজ্যের সঙ্গীত উৎসবে
পেইন্টিং ও জাদুঘরের শিল্পবস্তু রিস্টোরেশনে দক্ষতা বৃদ্ধিতে ৩৫ জন প্রশিক্ষণার্থী চীন যাচ্ছেন
গাজায় বাস্তুচ্যুতদের তাঁবু বহনে ইসরাইলি বাধার নিন্দা জাতিসংঘের
সিলেট বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগে ৫ জনের সাজা
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
১০