দুই টেস্ট খেলতে ১৫ এপ্রিল বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে

বাসস
প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ২১:১৮

ঢাকা, ৮ মার্চ, ২০২৫ (বাসস) : দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১৫ এপ্রিল বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল।

আজ বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার আসন্ন দুই ম্যাচ টেস্ট সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

গত বছর বাংলাদেশ সফরে দুই টেস্ট ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি খেলার কথা ছিল জিম্বাবুয়ের। টি-টোয়েন্টি বিশ্বকাপ আসন্ন থাকায় টেস্ট বাদ দিয়ে দু’দল টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল। বাদ পড়া ঐ দুই টেস্টই এবার খেলবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। 

২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। 

এরপর ২৮ এপ্রিল থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। 

টেস্ট সিরিজ শেষে ৩ মে বাংলাদেশ ছাড়বে জিম্বাবুয়ে। 

সর্বশেষ ২০২০ সালে বাংলাদেশ সফরে টেস্ট খেলেছিল জিম্বাবুয়ে। এক ম্যাচের টেস্ট ইনিংস ও ১০৬ রানের ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। ঐ সফরে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও জিতেছিল টাইগাররা। 

গেল বছরের মে’তে সর্বশেষ বাংলাদেশ সফর করেছিল জিম্বাবুয়ে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছিল টাইগাররা। 

এর আগে ২০০১, ২০০৫, ২০১৪ ও ২০১৮ সালে বাংলাদেশ সফরে টেস্ট সিরিজ খেলেছিল জিম্বাবুয়ে। সব মিলিয়ে বাংলাদেশ সফরে ১০ টেস্ট খেলে দু’টিতে জিতেছে জিম্বাবুয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নীলফামারীতে ১২ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
তিতাস ও বাখরাবাদ গ্যাস ক্ষেত্রে দু’টি গভীর অনুসন্ধান কূপ খননের উদ্যোগ
ইতালির নাগরিকত্ব পাচ্ছেন জনপ্রিয় মার্কিন লেখক ফ্রান্সেস মায়েস
কিশোরগঞ্জে বিশুদ্ধ খাদ্য আদালতের চারলাখ টাকা জরিমানা
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ‘বিশ্ব হিমোফিলিয়া’ দিবস পালিত
নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ
ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের পর বিমানের কার্গো সক্ষমতা বৃদ্ধি করছে বাংলাদেশ
রাজশাহীতে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা : মামলার দুই আসামী আটক
বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট পরিসংখ্যান
শেখ মুজিবের ছবি সরিয়ে বহিষ্কার ৮ শিক্ষার্থী, প্রত্যাহারের দাবি ছাত্রদলের
১০