ডিপিএল: তামিমের সেঞ্চুরিতে সহজ জয় মোহামেডানের

বাসস
প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ২০:৪২
তামিমের সেঞ্চুরিতে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ৭ উইকেটে হারিয়েছে মোহামেডান -ছবি : সংগৃহীত

ঢাকা, ৯ মার্চ ২০২৫ (বাসস) : অধিনায়ক তামিম ইকবালের সেঞ্চুরিতে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) টানা দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। 

আজ তৃতীয় রাউন্ডের ম্যাচে মোহামেডান ৭ উইকেটে হারিয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে। ১১২ বলে ১২৫ রানের অনবদ্য ইনিংস খেলেন তামিম। 

সাভার বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৫৩ রানের সূচনা করেছিল পারটেক্স। এরপর মোহামেডানের দুই স্পিনার তাইজুল ইসলাম ও নাসুম আহমেদের ঘূর্ণিতে ৯০ রানে চতুর্থ উইকেট হারায় তারা। 

পঞ্চম উইকেটে ৮২ রানের জুটিতে দলকে চাপমুক্ত করেন আহরার আমিন ও জাওয়াদ মোহাম্মদ। 

আহরার ৮৬ বলে ৭৮ এবং জাওয়াদ ৪২ রানে থামলে পারটেক্সের হয়ে বড় ইনিংস খেলতে পারেনি আর কোন ব্যাটার। এতে ৪৬.৩ ওভারে ২১৮ রানে অলআউট হয় পারটেক্স। 

তাইজুল ৪টি ও নাসুম ৩টি উইকেট নেন। 

জবাবে ৩৫ রানে ২ উইকেট পতনের পর তাওহিদ হৃদয়কে নিয়ে ৬৫ রানের জুটি গড়েন তামিম। দলীয় ১০০ রানে আউট হন হৃদয়। ৩৭ রান করেন তিনি। 

হৃদয় ফেরার পর মুশফিকুর রহিমকে নিয়ে ১২২ রানের অবিচ্ছিন্ন জুটিতে মোহামেডানের জয় নিশ্চিত করেন তামিম। ১২৫ রানে অপরাজিত থাকেন তামিম। ১১২ বল খেলে ১১টি চার ও ৫টি ছক্কা মারেন তিনি। ৪টি চারে ৩৫ রানে অপরাজিত থাকেন মুশফিক।  

৩ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে উঠল মোহামেডান। সমানসংখ্যক ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের নবমস্থানে আছে পারটেক্স।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নীলফামারীতে ১২ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
তিতাস ও বাখরাবাদ গ্যাস ক্ষেত্রে দু’টি গভীর অনুসন্ধান কূপ খননের উদ্যোগ
ইতালির নাগরিকত্ব পাচ্ছেন জনপ্রিয় মার্কিন লেখক ফ্রান্সেস মায়েস
কিশোরগঞ্জে বিশুদ্ধ খাদ্য আদালতের চারলাখ টাকা জরিমানা
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ‘বিশ্ব হিমোফিলিয়া’ দিবস পালিত
নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ
ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের পর বিমানের কার্গো সক্ষমতা বৃদ্ধি করছে বাংলাদেশ
রাজশাহীতে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা : মামলার দুই আসামী আটক
বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট পরিসংখ্যান
শেখ মুজিবের ছবি সরিয়ে বহিষ্কার ৮ শিক্ষার্থী, প্রত্যাহারের দাবি ছাত্রদলের
১০