ডিপিএল: তামিমের সেঞ্চুরিতে সহজ জয় মোহামেডানের

বাসস
প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ২০:৪২
তামিমের সেঞ্চুরিতে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ৭ উইকেটে হারিয়েছে মোহামেডান -ছবি : সংগৃহীত

ঢাকা, ৯ মার্চ ২০২৫ (বাসস) : অধিনায়ক তামিম ইকবালের সেঞ্চুরিতে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) টানা দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। 

আজ তৃতীয় রাউন্ডের ম্যাচে মোহামেডান ৭ উইকেটে হারিয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে। ১১২ বলে ১২৫ রানের অনবদ্য ইনিংস খেলেন তামিম। 

সাভার বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৫৩ রানের সূচনা করেছিল পারটেক্স। এরপর মোহামেডানের দুই স্পিনার তাইজুল ইসলাম ও নাসুম আহমেদের ঘূর্ণিতে ৯০ রানে চতুর্থ উইকেট হারায় তারা। 

পঞ্চম উইকেটে ৮২ রানের জুটিতে দলকে চাপমুক্ত করেন আহরার আমিন ও জাওয়াদ মোহাম্মদ। 

আহরার ৮৬ বলে ৭৮ এবং জাওয়াদ ৪২ রানে থামলে পারটেক্সের হয়ে বড় ইনিংস খেলতে পারেনি আর কোন ব্যাটার। এতে ৪৬.৩ ওভারে ২১৮ রানে অলআউট হয় পারটেক্স। 

তাইজুল ৪টি ও নাসুম ৩টি উইকেট নেন। 

জবাবে ৩৫ রানে ২ উইকেট পতনের পর তাওহিদ হৃদয়কে নিয়ে ৬৫ রানের জুটি গড়েন তামিম। দলীয় ১০০ রানে আউট হন হৃদয়। ৩৭ রান করেন তিনি। 

হৃদয় ফেরার পর মুশফিকুর রহিমকে নিয়ে ১২২ রানের অবিচ্ছিন্ন জুটিতে মোহামেডানের জয় নিশ্চিত করেন তামিম। ১২৫ রানে অপরাজিত থাকেন তামিম। ১১২ বল খেলে ১১টি চার ও ৫টি ছক্কা মারেন তিনি। ৪টি চারে ৩৫ রানে অপরাজিত থাকেন মুশফিক।  

৩ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে উঠল মোহামেডান। সমানসংখ্যক ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের নবমস্থানে আছে পারটেক্স।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপির তেজগাঁও বিভাগ বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেফতার করেছে
তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, লক্ষাধিক টাকা জরিমানা
জামায়াত নেতৃবৃন্দের সাথে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
মেহেরপুরের গাংনী সীমান্তে নারী-শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর করেছে বিএসএফ
লিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না : তারেক রহমান
৩০০ বছর পুরনো বেহালা বাজবে যুক্তরাজ্যের সঙ্গীত উৎসবে
পেইন্টিং ও জাদুঘরের শিল্পবস্তু রিস্টোরেশনে দক্ষতা বৃদ্ধিতে ৩৫ জন প্রশিক্ষণার্থী চীন যাচ্ছেন
গাজায় বাস্তুচ্যুতদের তাঁবু বহনে ইসরাইলি বাধার নিন্দা জাতিসংঘের
সিলেট বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগে ৫ জনের সাজা
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
১০