ডিপিএল: আল-আমিনের সেঞ্চুরি ম্লান করে টানা দ্বিতীয় জয় আবাহনীর

বাসস
প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ২০:৪৬
আবাহনী ৪ উইকেটে হারিয়েছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে -ছবি : সংগৃহীত

ঢাকা, ৯ মার্চ ২০২৫ (বাসস) : রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের মিডল অর্ডার ব্যাটার ও অধিনায়ক আল-আমিনের সেঞ্চুরি ম্লান করে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে আবাহনী লিমিটেড। 

আজ তৃতীয় রাউন্ডের ম্যাচে আবাহনী ৪ উইকেটে হারিয়েছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে। ব্যাট হাতে ১০৮ রানের ইনিংস খেলেন রূপগঞ্জ টাইগার্সের আল-আমিন। 

সাভার বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৭২ রানে ৪ উইকেট হারায় রূপগঞ্জ টাইগার্স। উপরের সারির চার ব্যাটারের কেউই ২০ রানের কোটায় পা রাখতে পারেননি। 

এরপর ১৪০ রানে ষষ্ঠ উইকেট পতনের পর ফয়সাল আহমেদকে নিয়ে ৮২ রানের জুটি গড়েন আল-আমিন। ১০টি চার ও ২টি ছক্কায় ৮৯ বলে ১০৪ রানে থামেন আল-আমিন। 

ফয়সালের অপরাজিত ৪৯ রানে ৪৯.৪ ওভারে সব উইকেট হারিয়ে ২৬০ রানের সংগ্রহ পায় রূপগঞ্জ টাইগার্স। 
রাকিবুল ইসলাম ৩টি, নাহিদ রানা ও মোসাদ্দেক হোসেন ২টি করে উইকেট নেন। 

২৬১ রানের টার্গেটে খেলতে নেমে উপরের সারির তিন ব্যাটারের ছোট-ছোট ইনিংসে জয়ের পথেই থাকে আবাহনী। দুই ওপেনার জিশান আলম ৩৯, পারভেজ হোসেন ইমন ৪৭ ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৩৭ রান করেন। 

পাঁচ নম্বরে নামা মোমিনুল হক ৯ রানে থামলেও আবাহনীর জয়ের পথ সহজ করেন মোহাম্মদ মিথুন ও মোসাদ্দেক। মিথুন ৩টি চার ও ১টি ছক্কায় ৬০ রানে আউট হবার পর দলের জয় নিশ্চিত করেন মোসাদ্দেক। ৪টি চার ও ২টি ছক্কায় ৩৮ বলে অপরাজিত ৪৭ রান করেন মোসাদ্দেক। 

৩ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থেকে টেবিলের দ্বিতীয়স্থানে আছে আবাহনী। সমানসংখ্যক ম্যাচে পয়েন্ট টেবিলের তলানিতে রূপগঞ্জ টাইগার্স।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নীলফামারীতে ১২ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
তিতাস ও বাখরাবাদ গ্যাস ক্ষেত্রে দু’টি গভীর অনুসন্ধান কূপ খননের উদ্যোগ
ইতালির নাগরিকত্ব পাচ্ছেন জনপ্রিয় মার্কিন লেখক ফ্রান্সেস মায়েস
কিশোরগঞ্জে বিশুদ্ধ খাদ্য আদালতের চারলাখ টাকা জরিমানা
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ‘বিশ্ব হিমোফিলিয়া’ দিবস পালিত
নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ
ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের পর বিমানের কার্গো সক্ষমতা বৃদ্ধি করছে বাংলাদেশ
রাজশাহীতে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা : মামলার দুই আসামী আটক
বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট পরিসংখ্যান
শেখ মুজিবের ছবি সরিয়ে বহিষ্কার ৮ শিক্ষার্থী, প্রত্যাহারের দাবি ছাত্রদলের
১০